বিদ্যুৎ খাতে বিনিয়োগের আহ্বান ভারতীয় হাইকমিশনারের
ঢাকায় নিযুক্ত ভারতীয় হাই কমিশনার পঙ্কজ শরন বলেছেন, বাংলাদেশের বিনিয়োগকারীরা ভারতে বিদ্যুৎ উৎপাদন করে তা বাংলাদেশে রফতানি করতে পারবেন। ভারতে শতভাগ বিনিয়োগের সুযোগ রয়েছে বলেও তিনি জানান। বৃহস্পতিবার রাজধানীর ইন্দিরা গান্ধী সংস্কৃতি কেন্দ্রে এক অনুষ্ঠান শেষে পঙ্কজ শরন সাংবাদিকদের এসব কথা বলেন।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দিল্লীর বিজ্ঞান ভবনে ‘মেক ইন ইন্ডিয়া’ (ভারতে তৈরি) নামে একটি ক্যাম্পেনের উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানটি বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন স্থানে ভারতীয় দূতাবাস, উপদূতাবাস ও মিশনে একযোগে প্রচার করা হয়। ঢাকায় এই ক্যাম্পেন অনুষ্ঠানের আয়োজন করে ভারতীয় কমিশন ও ভারত-বাংলাদেশ চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাস্ট্রি (আইবিসিসিআই)।
পঙ্কজ শরন বলেন, আঞ্চলিক উন্নয়নের মাধ্যমে ভারতের উন্নয়ন সম্ভব। বাংলাদেশসহ প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সহযোগিতামূলক সম্পর্ক রয়েছে ভারতের। ভারতে শতভাগ বিনিয়োগের সুযোগ রয়েছে বলেও জানান তিনি। সম্প্রতি বাংলাদেশ ও ভারতের মধ্যে অনুষ্ঠেয় যৌথ পরামর্শক কমিশনের (জেসিসি) বৈঠক সফল হয়েছে বলে এ সময় উল্লেখ করেন হাইকমিশনার।