বিদ্যুৎ খাত সংস্কার হচ্ছে

বিদ্যুৎ খাত সংস্কার হচ্ছে। সংশোধন করা হচ্ছে বর্তমান বিদ্যুৎ আইন। এক কোম্পানি বা প্রতিষ্ঠান একাধিক কাজ করবে না। পেট্রোবাংলার মতো করপোরেশন হবে পিডিবি।

বিদ্যুৎ খাত সংস্কারে একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করা হয়েছে। মন্ত্রণালয়, পাওয়ার সেলসহ বিভিন্ন প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সংস্কারের খসড়া প্রস্তুত করছেন। সংস্কারের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন, সঞ্চালন, বিতরণ, সরবরাহ, মেরামতসহ ভিন্ন ভিন্ন কাজ করার জন্য ভিন্ন ভিন্ন প্রতিষ্ঠান বা কোম্পানি করা হবে। সবকিছু তদারকির জন্য পেট্রোবাংলার মতো একটি করপোরেশন থাকবে।

বর্তমানে এসব কাজ করার জন্য ভিন্ন ভিন্ন সরকারি কোম্পানি আছে। তার পরও কিছু ক্ষেত্রে একই প্রতিষ্ঠান একাধিক কাজ করে। এসব বিষয় সমন্বয় করতে এবং ভর্তুকি ও পদ্ধতিগত লোকসান কমিয়ে আনতে সংস্কার করা হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

আইন পরিবর্তন বা সংস্কারের আওতায় বিদ্যুৎ উন্নয়ন বোর্ডকে করপোরেশন করা হবে। পিডিবির বিতরণ ব্যবস্থা থাকবে না। সেখানে নতুন তিনটি কোম্পানি হবে। কোনো কোম্পানিতে শ্রমিক ইউনিয়ন থাকবে না। জনবলের দক্ষতা বাড়াতে পরিচালনা ও মেরামত নামে নতুন একটি বিভাগ খোলা হবে।

এই বিভাগ সব বিদ্যুৎকেন্দ্র মেরামতের কাজ করবে।

ইলেকট্রিসিটি জেনারেশন কোম্পানি অব বাংলাদেশের (ইজিসিবি) ক্ষমতা বাড়ানো হবে। হরিপুর ও সিদ্ধিরগঞ্জে পিডিবির যে বিদ্যুৎকেন্দ্র আছে তা ইজিসিবির কাছে দেওয়া হবে। একইভাবে ঘোড়াশাল বিদ্যুৎকেন্দ্রকে করপোরেশন করা হবে। বিদ্যুৎ খাতে কোনো সমস্যা দেখা দিলে বিদেশ থেকে বিশেষজ্ঞ আনতে হয়। নিজস্ব বিশেষজ্ঞ তৈরির জন্য এবং বিদেশনির্ভরতা কমাতে ‘অপারেশন অ্যান্ড মেইনটেন্যান্স’ নামে একটি সংস্থা করা হবে। তাদের কাজ হবে সারাদেশের বিদ্যুৎকেন্দ্র, সঞ্চালন লাইনসহ বিভিন্ন ত্রুটি মেরামত করা।

সূত্র জানায়, নতুন এ আইনে ট্রেড ইউনিয়ন নিষিদ্ধ করা হবে। তবে কোনোভাবেই কর্মকর্তা বা কর্মচারীদের স্বার্থহানি হয়_ এমন কিছু থাকবে না। এ ছাড়া এ আইনের সঙ্গে একটি সংক্ষিপ্ত বিধিমালাও যুক্ত করা হবে।

সংস্কারের অংশ হিসেবে পিডিবিকে করপোরেশন করতে বিদ্যুৎ বিভাগ থেকে সম্প্রতি দুই সদস্যের একটি কমিটিও গঠন করা হয়েছে। যে এলাকায় পিডিবি বিদ্যুৎ বিতরণ করে সে এলাকার জন্য নতুন করে তিনটি কোম্পানি করা হচ্ছে। এর মধ্যে একটি হবে ঢাকা বিভাগের জন্য। তবে ঢাকা মেট্রোপলিটন এলাকায় ডিপিডিসি, ডেসকো আগের মতোই বিদ্যুৎ সরবরাহ করবে। এর নামকরণ করা হবে সেন্ট্রাল জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি। এ ছাড়া পশ্চিমাঞ্চল বিদ্যুৎ বিতরণ কোম্পানির মতো উত্তরাঞ্চল বিদ্যুৎ বিতরণ কোম্পানি এবং দক্ষিণাঞ্চল বিদ্যুৎ বিতরণ কোম্পানি করা হবে।