বিদ্যুৎ চুরির অপরাধে ১০জনকে জরিমানা

গাজীপুর সিটি করপোরেশনের কয়েকটি এলাকায় বুধবার সকালে ভ্রাম্যমাণ আদালত ১০ জনকে ৬ লাখ ১৭ হাজার ৪৬৭ টাকা জরিমানা করেন। অবৈধ উপায়ে সংযোগ নিয়ে চুরি করে বিদ্যুৎ ব্যবহারের অপরাধে তাঁদের এই জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, কিছুসংখ্যক লোক বেশ কিছুদিন ধরে অবৈধ সংযোগ দিয়ে বিদ্যুৎ ব্যবহার করে আসছিলেন। গোপন তথ্যের ভিত্তিতে বিষয়টি জানতে পেরে গতকাল সকালে আদালত অভিযান চালান। এ সময় আদালত মারিয়াল এলাকার ফরিদা ইসলামকে ৮৬ হাজার ৭০২, হারুন অর রশিদকে ৪৫ হাজার ৭২০, ধীরাশ্রম এলাকার মাকছুদা বেগমকে ৬৮ হাজার ৭০২, হায়দরাবাদ এলাকার মোকতার হোসেনকে ৮০ হাজার ১৯৩, মো. জালাল উদ্দিনকে ২ লাখ ৫ হাজার ৮৫১, বারেক মিয়াকে ৩১ হাজার ২২৮, নূরজাহানকে ১ লাখ ১৩ হাজার ৯২১, রহিম আলীকে ৪৫ হাজার ৭২০, শাহিদা বেগমকে ৬৭ হাজার ৯৬৬ ও বিল্লাল হোসেনকে ৫১ হাজার ৪৬৪ টাকা জরিমানা করেন।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন গাজীপুরের নির্বাহী হাকিম আবদুল্লাহ আল মামুন। তাঁকে সহযোগিতা করেন গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম (টেকনিক্যাল) শেখ মোহাম্মদ আলী ও এজিএম মো. সোলাইমান হোসেন।