বিদ্যুৎ চুরি: দুই কারখানার সংযোগ বন্ধ

অবৈধ বিদ্যুৎ ব্যবহারের জন্য দুই কারখানায় ৪৮ লাখ টাকা জরিমানা করা হয়েছে। সোয়া দুই লাখ ইউনিট বিদ্যুৎ চুরি করেছে এই দুই কারখানা।
গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর কামরাঙ্গীরচর এলাকায় মেসার্স আমান উল্লাহ প্লাস্টিক এবং মেসার্স হাবীব প্লাস্টিক নামক দুটি কারখানায় বুধবার সন্ধ্যা পর্যন্ত অভিযান চালানো হয়।  এসব কারখানায় বৈদুতিক মিটারে টেমপারিং এবং বাইপাসের মাধ্যমে বিদ্যুৎ চুরির ঘটনা ধরা পড়ে। অভিযানের পরপরই কারখানা দুটির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে উৎপাদন বন্ধ করে দেয়া হয়।
ডিপিডিসি’র বিশেষ টাস্কফোর্স প্রধান মোহাম্মাদ মুনীর চৌধুরী জানান, এ দুটি কারখানায় বিদ্যুৎ চুরির ঘটনায় সাড়ে ৪৮ লাখ টাকা জরিমানা করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা করার নির্দেশ দেয়া হয়েছে। অত্যন্ত কৌশলে কিছু শিল্প কারখানার মালিক বিদ্যুৎ চুরি করছে। এ সব ঘটনায় ডিপিডিসি’র কিছু অসাধু কর্মকর্তাদের জড়িত থাকার আলামত পাওয়া যাচ্ছে। বিদ্যুৎ চুরিতে জড়িতদের কাছ থেকে ক্ষতিপূরণ আদায় এবং জেল জরিমানার পাশাপাশি নেপথ্যে জড়িতদের বিরুদ্ধেও কঠোর আইনী ব্যবস্থা নেয়া হবে।