বিদ্যুৎ চুরি: ৫ কোম্পানিকে জরিমানা
বিদ্যুতের মিটারে কারসাজি বিদ্যুৎ চুরির অপরাধে পাঁচটি কোম্পানিকে ২৯ লাখ টাকা জরিমানা করেছে ডিপিডিসি। পাশাপাশি কোম্পানিগুলোর বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।
ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ডিপিডিসি) সূত্র জানায়, গত ১৩ হতে ১৭ আগষ্ট পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এই বিদ্যুৎ চুরির ঘটনা ধরা হয়। কামরাঙ্গীরচরের জাহাঙ্গীর প্লাস্টিক ইন্ডাস্ট্রিজ, পোস্তগোলার আরপিসি প্লাস্টিক, মগবাজারের মেলডী হোমস ডেভলপার ও বংশালের আজোয়ান ওয়াটার সাপ্লাই কোম্পানিকে বিদ্যুৎ চুরির অপরাধে এই জরিমানা করা হয়েছে। এই সময়ে পাঁচ কোম্পানি এক লাখ ৫০ হাজার ইউনিট বিদ্যুৎ চুরি করেছে।
এছাড়া বিদ্যুৎ চুরির মামলায় হাজী তমিজউদ্দিন নামক এক ব্যবসায়ীকে গ্রেফতার করে কারাগারে পাঠিয়েছে ডিপিডিসি। এছাড়া সালাউদ্দিন ড্যানী মাতব্বর ও হাজী মাহবুবুর রহমান নামে দুজনের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি হয়েছে।
ডিপিডিসি’র সচিব ও বিশেষ টাস্কফোর্সের প্রধান মোহাম্মাদ মুনীর চৌধুরী বলেন, বিদ্যুৎ জাতীয় সম্পদ। এই সম্পদ চুরি করে ব্যবহার করা বড় অপরাধ। এতে শুধু জরিমানা নয়, শাস্তিও দিতে হবে। নয়তো এই জাতীয় সম্পদ চুরি বন্ধ করা যাবে না।
এদিকে গত সপ্তাহে টাস্কফোর্সের অভিযানে বকেয়াসহ সোয়া দুই কোটি টাকা রাজস্ব আদায় করা হয়েছে।