বিদ্যুৎ-জ্বালানিখাতের সব কর প্রত্যাহারের আহ্বান

আগামী ২০১৭-১৮ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে বিদ্যুৎ ও জ্বালানিখাতের যত কর প্রস্তাব করা হয়েছে তার সব প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। তিনি বলেন, বিদ্যুতের দাম যাতে না বাড়ে সেই ব্যবস্থাই করা হবে।
আজ সোমবার জাতীয় প্রেসক্লাবে ফোরাম ফর এনার্জি রিপোর্টার্স অব বাংলাদেশ (এফইআরবি) আয়োজিত  ইফতার অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। এ সময় পাওয়ার সেলের মহাপরিচালক মোহাম্মদ হোসাইন,  ফোরামের চেয়ারম্যান অরুণ কর্মকার, নির্বাহি পরিচালক সদরুল হাসান, সাবেক চেয়ারম্যান মোল্লাহ আমজাদসহ ফোরামের সদস্যরা উপস্থিত ছিলেন।
প্রতিমন্ত্রী বলেন, আগামী ২০১৭-১৮ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে ভ্যাটের যে প্রস্তাব করা হয়েছে তা বাস্তবায়ন হলে এলপিজি, এলইডি বাতিসহ নবায়নযোগ্য খাতের বিভিন্ন পণ্যের দাম বেড়ে যাবে। তাই বাজেটের আগেই এর সমাধানের উদ্যোগ নেয়া হচ্ছে। তিনি বলেন, যখন এলএনজি আমদানি করা হবে তখন এলএনজির ওপর ভ্যাট প্রত্যাহারের উদ্যোগ নেয়া হবে। কারণ তা না হলে এলএনজি অনেক দাম পড়ে যাবে। এই সহজলভ্য করার উদ্দেশ্যেই ভ্যাট প্রত্যাহার জরুরি।