বিদ্যুৎ-জ্বালানির কর্মকর্তা কর্মচারীদের সম্পদের হিসাব দিতে হবে : উপদেষ্টা
নিজস্ব প্রতিবেদক:
ঢাকা, বুধবার, ২৮শে আগস্ট ২০২৪:
বিদ্যুৎ জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের সংস্থা ও কোম্পানির কর্মকর্ত কর্মচারীদের সম্পদের হিসাব দিতে হবে।
বিদ্যুৎ জ্বালানি ও খনিজসম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান তাদের কাছে সম্পদের হিসাব নেবেন বলে জানিয়েছেন।
বুধবার (২৮শে আগস্ট) পেট্রোবাংলায় জ্বালানি বিভাগের সংস্থা ও কোম্পানির প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেন। এসময় তিনি একথা বলেন।
উপদেষ্টা বলেন, সংস্থা প্রধানদের সম্পদের হিসাব চাইবো, আমরাও আমাদের সম্পদের হিসাব দেবো।
মন্ত্রণালয়ের কর্মীদের দুর্নীতির পথ ছেড়ে সঠিকভাবে সেবা দেয়ার আহ্বান জানান তিনি।
উপদেষ্টা বলেন, পেট্রোবাংলার অধীনে যেসব কোম্পানি আছে, অচিরেই সেগুলোর সচিব ও চেয়ারম্যান বদলে দেয়া হবে।
পেট্রোবাংলা দুর্নীতিতে আকণ্ঠ নিমজ্জিত উল্লেখ করে তিনি বলেন, দুর্নীতিবাজ সচিব কিংবা উচ্চপদস্থ কেউ কাজে যতই দক্ষ হোন না কেন, প্রমাণ পেলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। প্রয়োজনে শিক্ষার্থীদের সুযোগ দেয়া হবে।
উপদেষ্টা বলেন, এই খাতে সুলভমূল্যে গ্যাস সরবরাহ, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের মতো গ্রাহকসেবা দেখে বিবেচনা করা হবে কতটা সফল বা উন্নতি হচ্ছে। চেনা মুখ দেখে আর প্রকল্প নেওয়া হবে না। এক্ষেত্রে উন্মুক্ত প্রতিযোগিতার ব্যবস্থা থাকবে বলেও জানান বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা।
ফাওজুল কবির খান বলেন, বেশি বেশি বিদ্যুৎ কেন্দ্র আর বেশি দামে জ্বালানি কেনা নয়, সাধারণ মানুষের সেবা কতটা নিশ্চিত হলো, তার প্রতি গুরুত্ব দিয়ে প্রাতিষ্ঠানিক সংস্কার করা হবে।