বিদ্যুতের স্থাপিত ক্ষমতা ১১হাজার ২৬৫ মেগাওয়াটে
গতকয়েক বছরে মোট পাঁচ হাজার ৬৩৭ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন ৭০ টি নতুন বিদ্যুৎকেন্দ্র চালু হয়েছে । এ সময়ে বিদ্যুৎ স্থাপিত ক্ষমতা ১১হাজার ২৬৫ মেগাওয়াটে উন্নীত হয়েছে।
রোববার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত দশম জাতীয় সংসদের ‘সরকারী প্রতিশ্রুতি সম্পর্কিত স্থায়ী কমিটি’র ১৩তম বৈঠকে এ কথা জানানো হয়।
এ ছাড়াও এ বৈঠকে ৯ম জাতীয় সংসদের প্রথম থেকে শেষ অধিবেশন পর্যন্ত এবং ১০ম সংসদে সম্প্রতি সমাপ্ত অধিবেশন পর্যন্ত সময়ে সংসদের ফ্লোরে প্রধানমন্ত্রী ও বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রীর প্রতিশ্রুতির উপর আলোচনা করা হয়। আলোচনাকালে জানানো হয় যে, উক্ত সময়ে মোট ২৭টি প্রতিশ্রুতির মধ্যে ১৬টি ইতোমধ্যেই বাস্তবায়িত হয়েছে এবং ৮টি প্রকল্প বাস্তবায়নাধীন রয়েছে।
কমিটির সভাপতি কাজী কেরামত আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে কমিটির সদস্য আলহাজ্ব এডভোকেট রহমত আলী, মো. শহীদুজ্জামান সরকার, মোঃ আব্দুল মজিদ খান এবং মীর মোস্তাক আহমেদ রবি অংশগ্রহণ করেন।
গ্রামাঞ্চলে বিদ্যুৎ সরবরাহের ক্ষেত্রে যে সমস্ত ঠিকাদার সাধারন মানুষের কাছ থেকে অর্থ হাতিয়ে প্রতারিত করে তাদের ব্যাপারে আরো সজাগ থাকার জন্য এ বৈঠকে পরামর্শ দেয়া হয়।
বৈঠকে বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আইএমইডি) বিদ্যুৎ, জ্বালালী ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের বিভিন্ন প্রকল্পের বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা করা হয় এবং প্রকল্প গ্রহণের আগেই জমি অধিগ্রহনসহ সকল বিষয় নিশ্চিত করে নির্দিষ্ট সময়ের মধ্যেই প্রকল্প সমাপ্ত করার সুপারিশ করা হয়।
বৈঠকে বিদ্যুৎ বিভাগের সচিব, জ্বালানী ও খনিজ সম্পদ বিভাগের সচিব, আইএমইডি’র সচিবসহ মন্ত্রণালয় এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।