বিদ্যুৎ বিভাগের কর্মকর্তা কর্মচারীরাদের কর্মবিরতি চলছে

নীলফামারিতে বিদ্যুৎ বিভাগের কর্মকর্তা কর্মচারীরাদের কর্মবিরতি চলছে। বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডকে ভেঙ্গে কোম্পানি করার প্রতিবাদে কর্মবিরতি পালন করছেন কর্মকর্তা কর্মচারীরা।
মঙ্গলবার দুপুরে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড নীলফামারী বিক্রয় ও বিতরণ বিভাগে কর্মসূচি চলাকালে বক্তব্য রাখেন সহকারী প্রকৌশলী নওশাদ আলম, বিদ্যুৎ শ্রমিকলীগের সাধারণ সম্পাদক ফজলুল হক।
সমিতির সভাপতি ফরহাদ হোসেন জানান, দাবী বাস্তবায়ন না হওয়া পর্যন্ত কর্মসূচি চলমান থাকবে। তিনি উল্লেখ করে যদি পিডিবিকে ভেঙ্গে কোম্পানি করা হয় তাহলে আমরা বৃহৎত্তর কর্মসূচি ঘোষণা করবো।