বিদ্যুৎ বিভাগের কাজের লক্ষ নির্ধারনে চুক্তি
বিদ্যুৎখাতের সরকারি কোম্পানিগুলোর কাজের লক্ষ নির্ধারণ করা হল। আগামী একবছর বিদ্যুৎ খাতের উৎপাদন, সঞ্চালন ও সরবরাহের সকল সংস্থা-কোম্পানির মূল কাজের সূচক (কেপিআই) নির্ধারণ করা হয়েছে।
এ বিষয়ে মঙ্গলবার বিদ্যুৎ ভবনে সংশ্লিষ্ট সকল কোম্পানির সাথে বার্ষিক কাজের চুক্তি করেছে বিদ্যুৎ বিভাগ। কোম্পানিগুলোর কর্মদক্ষতা উন্নত করা, জবাবদিহি সুশাসন এবং উন্নত গ্রাহক সেবা নিশ্চিত করতে এই চুক্তি করা হয়েছে।
চুক্তি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। এ সময় বিদ্যুৎ বিভাগের সচিব মনোয়ার ইসলাম ছাড়াও সংশ্লিষ্ট সকল কোম্পানির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালকরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রতিমন্ত্রী বলেন, ২০২১ সালের লক্ষ অর্জনে কাজ করতে হবে। এজন্য একনিষ্ঠভাবে কাজ করতে হবে।
বিদ্যুৎ বিভাগ ২০১১-১২ সলে পরীক্ষামূলক কেপিআই পদ্ধতি শুরু করে। এতে বিদ্যুতের উৎপাদন খরচ, পদ্ধতিগত লোকসান এবং বকেয়া কমাতে বিশেষ ভূমিকা রাখে।
পিডিবি, আরইবি, পাওয়ার সেল, পিজিসিবি, ডিপিডিসি, ডেসকো, ওজোপাডিকো, নওপাজেকো, ইজিসিবি, আরপিসিএল, এপিএসসিএল, সিপিজিসিবিএল-এর প্রধানরা বিদ্যুৎ সচিব মনোয়ার ইসলাম-এর সাথে চুক্তি স্বাক্ষর করেন।
এ সময় সচিব বলেন, প্রত্যেক অফিসেরই নির্ধারিত লক্ষ বাস্তবায়নের নিজস্ব কৌশল থাকা প্রয়োজন। প্রতিষ্ঠানের সকল পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীকে একনিষ্ঠভাবে দলগতভাবে কাজ করতে হবে। বছর শেষে কাজ মূল্যায়ন করা হবে। লক্ষ অর্জনের জন্য বিশেষ ভাতা দেয়া হবে।