সেরা প্রতিবেদক রফিকুল বাসার, রশিদ মামুন
বিদ্যুৎ বিষয়ক সেরা পত্রিকা রিপোর্টি এর পুরষ্কার পেয়েছেন দৈনিক সমকাল পত্রিকার সিনিয়র রিপোর্টার রফিকুল বাসার এবং দৈনিক জনকণ্ঠ পত্রিকার স্টাফ রিপোর্টার রশিদ মামুন। ইলেকট্রনিক মিডিয়ায় সেরা রিপোর্টিং পুরস্কার পেয়েছেন চ্যানেল টোয়েন্টি ফোর এর ইকবাল হাসান।
বৃহস্পতিবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতীয় বিদ্যুৎ সপ্তাহ ২০১৪ এর উদ্বোধনী অনুষ্ঠানে রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ সাংবাদিকদের হাতে এ পুরষ্কার তুলে দেন। তাদের হাতে ক্রেষ্ট, সনদ ও চেক তুলে দেন রাষ্ট্রপতি। রিপোর্টিং ছাড়া সেরা বিদ্যুৎকর্মী, সেরা প্রকল্প পরিচালকসহ মোট ৯টি ক্যাটাগরিতে পুরষ্কার দেয়া হয়।
‘জ্বলছে আলো, চলছে দেশ, এগিয়ে যাচ্ছে বাংলাদেশ’ শীর্ষক শ্লোগানকে সামনে নিয়ে গত ৭ ডিসেম্বর শুরু হয়েছে ‘বিদ্যুৎ সপ্তাহ’। বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে বিদ্যুৎ সপ্তাহের উদ্ভোধন করা হয়।