বিদ্যুৎ সংযোগ পেতে শুরু করেছে নতুন বাংলাদেশীরা
বিদ্যুৎ সুবিধার আওতায় আসছেন পঞ্চগড়ের বিলুপ্ত ছিটমহলের বাসিন্দা দেশের নতুন নাগরিকেরা। বিলুপ্ত ছিটমহলগুলোতে ২৭ কোটি ১২ লাখ টাকা ব্যয়ে ২২৬ কিলোমিটার বিদ্যুৎ লাইনের মাধ্যমে বিদ্যুৎ-সংযোগ কার্যক্রম শুরু হয়েছে। পল্লী বিদ্যুৎ সমিতি এই সংযোগ লাইনের কাজ করছে।
সোমবার বিকেলে বোদা উপজেলার বিলুপ্ত নাজিরগঞ্জ ও দইখাতা ছিটমহলের ২৫ কিলোমিটার বিদ্যুৎ সঞ্চালন লাইনের উদ্বোধন করা হয়। এই সঞ্চালন লাইনের মাধ্যমে ছিটমহল দুটির ৮২৫টি পরিবার বিদ্যুৎ-সুবিধা পাবে। এ দুটি ছিটমহলের বিদ্যুৎ সঞ্চালন লাইনের উদ্বোধনী অনুষ্ঠানে পঞ্চগড়-২ আসনের সাংসদ মো. নুরুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এর আগে রোববার তিনি বোদার বিলুপ্ত ছিটমহল শালবাড়ি, কাজলদীঘি, বেউলাডাঙ্গা, নাটকটোকা ও দেবীগঞ্জের কোটভাজনীতে বিদ্যুৎ-সংযোগ উদ্বোধন করেন।
সদর উপজেলার গারাতি ছিটমহলের নতুন বাংলাদেশি নাগরিকদের বিদ্যুৎ-সুবিধা দেওয়া শুরু হয়েছে। গত ৩১ ডিসেম্বর বিকেলে এই ছিটমহলে সদ্য প্রতিষ্ঠিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কামিল মাদ্রাসা মাঠে আনুষ্ঠানিকভাবে বিদ্যুৎ-সংযোগ উদ্বোধন করা হয়। বিদ্যুতায়ন বোর্ডের (আরইবি) অর্থায়নে ২ কোটি ৫০ লাখ টাকা ব্যয়ে এই প্রকল্পে প্রাথমিকভাবে ৩৯টি পরিবারকে বিদ্যুৎ-সুবিধা দেওয়া হয়। পর্যায়ক্রমে বাকিদের বিদ্যুৎ-সংযোগ দেওয়া হবে।
পল্লী বিদ্যুৎ সমিতির পঞ্চগড় অঞ্চলের উপমহাব্যবস্থাপক মো. ইউনুস বলেন, অগ্রাধিকার ভিত্তিতে বিলুপ্ত ছিটমহল এলাকায় বিদ্যুৎ-সংযোগ দেওয়ার কাজ করা হচ্ছে। মোট ৮ হাজার ৫০৪ জন গ্রাহককে বিদ্যুৎ-সংযোগ দেয়া হবে।