বিদ্যুৎ সরবরাহে নতুন কোম্পানির কার্যক্রম স্থগিত

রাজশাহি ও রংপুর বিভাগে বিদ্যুৎ সরবরাহ করতে নতুন কোম্পানির কার্যক্রম শুরু করার উদ্যোগ স্থগিত করা হয়েছে। আপাতত এখন যেভাবে চলছে সেভাবেই বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) এই এলাকায় বিদ্যুৎ সরবরাহ করবে।
বৃহস্পতিবার বিদ্যুৎ বিভাগ থেকে এবিষয়ক আদেশ জারি করা হয়েছে বলে জানা গেছে। এরআগে ১২ আগষ্ট পিডিবিকে চিঠি দিয়ে, ৩১ আগস্টের মধ্যে কোম্পানির কার্যক্রম শুরুর প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার নির্দেশ দেয়া হয়।
রাজশাহি ও রংপুর বিভাগে বিদ্যুৎ সরবরাহ করার জন্য  নর্থ ওয়েষ্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লি. গঠন করা হয়েছে ২০০৫ সালে। কিন্তু এই কোম্পানির কার্যক্রম শুরু করা হয়নি।
বিদ্যুৎ বিভাগ থেকে একই সাথে নতুন করে সেন্ট্রাল জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লি. গঠন এবং ইজিসিবিকে শক্তিশালি করতে হরিপুর/সিদ্ধিরগঞ্জ বিদ্যুৎ কেন্দ্র হস্তান্তরের নির্দেশ দেয়া হয়।
সূত্র জানায়, বিদ্যুৎ সরবরাহে নতুন এই কোম্পানির কার্যক্রম শুরুর প্রক্রিয়া একবারে বন্ধ করা হয়নি। আপাতত স্থগিত করা হয়েছে। পরে এবিষয়ে আলোচনা করে সিদ্ধান্ত নেয়া হবে।
বিদ্যুৎ বিভাগসহ আইইবি এর একাধিক প্রকৌশলী পিডব্লউডি এর প্রধান প্রকৌশলী কবীর আহমদ ভূইঁয়ার নেতৃত্বে গত দুই দিন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদের সাথে কোম্পানির কার্যক্রম শুরু নিয়ে আলোচনা করেন। তারা এই কার্যক্রম শুরুর প্রক্রিয়া বন্ধ করার দাবি জানান। সেই আলোচনার ভিত্তিতে আপাতত তা বন্ধ করা হয়েছে বলে একাধিক প্রকৌশলী জানিয়েছেন।
এরআগে মঙ্গলবার পিডিবি’র প্রকৌশলীরা কোম্পানির কার্যক্রম শুরু না করার জন্য বিজয় হলে প্রতিবাদ সমাবেশ করে।
সংশ্লিষ্ঠরা জানান, পিডিবি ভেঙ্গে অনেকগুলো কোম্পানি হয়েছে। কিন্তু এতে গ্রাহক সেবা বাড়েনি। বরং পিডিবির গ্রাহকের চেয়ে খরচ বেড়েছে দ্বিগুণ। পিডিবির চাকরিজীবিরা গড়ে মাসে ১৮ হাজার ৮৬২ টাকা বেতন পান। সেখানে অন্যরা এর দ্বিগুণেরও বেশি পান। এতে খরচ বাড়ছে।
একজন প্রকৌশলী বলেন, সর্বোচ্চ আট হাজার ১৭৭ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়েছে। এই বিদ্যুৎ বরবরাহের জন্য ছোট এই দেশে নতুন আরও একটি কোম্পানির প্রয়োজন নেই।
বর্তমানে পিডিবি উৎপাদন করার পাশাপাশি দেশের  বেশিরভাগ জেলা শহরে বিদ্যুৎ সরবরাহ করে। এছাড়া ঢাকায় ডিপিডিসি ও ডেসকো, দেশের দক্ষিণাঞ্চলের ২১টি জেলায় ওজোপাডিকো এবং গ্রামাঞ্চলে বিআরইবি বিদ্যুৎ সরবরাহ করে। পিডিবিকে কর্পোরেশন করে সরবরাহ ব্যবস্থা এলাকা ভিত্তিতে কোম্পানির মাধ্যমে  করার জন্য এই উদ্যোগ নেয়া হয়েছে।