বিদ‌্যুৎখাত আধুনিক করার উদ্যোগ নেয়া হয়েছে: বিদ্যুৎ প্রতিমন্ত্রী

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, বিদ্যুৎ উৎপাদন, সঞ্চালন ও বিতরণ ব্যবস্থা আধুনিক করার উদ্যোগ নেয়া হয়েছে। যার যার উপর অর্পিত দায়িত্ব আরো নিষ্ঠার সাথে করতে হবে। বিদ্যুৎ খাতের এ সাফল্য ধরে রাখতে হবে। বৃহস্পতিবার বিদ্যুৎ ভবনের বিজয় হলে ঘোড়াশাল বিদ্যুৎ কেন্দ্রে এ্যাম্বুলেন্স দেয়া উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এ কথা বলেন। এ সময় অন্যদের মধ্যে বিদ্যুৎ সচিব মনোয়ার ইসলাম, পিডিবির চেয়ারম্যান আবদুহু রুহুল্লাহ বক্তব্য রাখেন। প্রতিমন্ত্রী বলেন, বিদ্যুৎকেন্দ্রে যন্ত্রপাতি ও কেন্দ্রের রক্ষণাবেক্ষণ করার উদ্যোগ নিজেদেরকেই নিতে হবে। সরকারের পক্ষ থেকে সহযোগিতা করা হলেও নিজেদের দক্ষ জনবল করে গড়ে তুলতে হবে।