বিপিসির নতুন চেয়ারম্যান এ এম বদরুদ্দোজা

বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) চেয়ারম্যান পদে পরিবর্তন হয়েছে। নতুন চেয়ারম্যান স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এ এম বদরুদ্দোজা। তাকে ভারপ্রাপ্ত সচিব পদমর্যাদায় এ নতুন পদে নিয়োগ দেয়া হয়। জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে বুধবার এ ব্যাপারে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
ওদিকে বিপিসির বর্তমান চেয়ারম্যান মো: ইউনুসুর রহমানকে কৃষি মন্ত্রণালয়ের সচিব পদে বদলি করা হয়েছে।