বিরল সূর্যগ্রহণ ৮ই এপ্রিল

বিরল সূর্যগ্রহণের সাক্ষী হতে যাচ্ছেন বিশ্বাবাসী। ৮ই এপ্রিল ৫০ বছর পর দীর্ঘ সময়ের সূর্য গ্রহণ হতে যাচ্ছে। সর্বোচ্চ ১১ ঘণ্টা ৩৮ মিনিট ৪৩ সেকেন্ড গ্রহণ হবে পর্তুগালে। বাংলাদেশ সময়ে এই গ্রহণ শুরু হবে রাত ৯টা ৪২ মিনিট ১৮ সেকেন্ডে। স্থানীয় সময় রাতের বেলায় হওয়ায় বাংলাদেশ থেকে এই সূর্যগ্রহণ দেখা যাবে না।

এবারের সূর্যগ্রহণ রাত্রিকালীন হওয়ায় বাংলাদেশে কোনো বিরূপ প্রভাব পড়বে না।

আবহাওয়াবিদরা বলছেন, এবারের সূর্যগ্রহণ হবে আমেরিকার মেক্সিকোর নাজাস পৌরসভার উত্তর-পশ্চিমাংশ, কুক আইল্যান্ডের ওমেকা সৈকত থেকে উত্তর-পশ্চিম দিকে দক্ষিণ প্রশান্ত মহাসগার এবং আয়ারল্যান্ডের ক্যাসলটাউন থেকে দক্ষিণ-পশ্চিম দিকে উত্তর প্রশান্ত মহাসাগর পর্যন্ত। পর্তুগালের সান্তা ক্রজ দ্বীপ থেকে উত্তর-পূর্ব দিকে উত্তর আটলান্টিক মহাসাগর অঞ্চলে দীর্ঘ সময় এই সূর্যগ্রহণ দেখা যাবে। বাংলাদেশে স্থানীয় সময় ৮ই এপ্রিল রাত ৯টা ৪২ মিনিট ১৮ সেকেন্ড শুরু হবে।

সূর্যের কেন্দ্রীয় গ্রহণ শুরু হবে বাংলাদেশ সময় রাত ১০টা ৪০ মিনিট জিরো জিরো সেকেন্ডে। আর সূর্য তার নিজ কেন্দ্র্র এবং পৃথিবীর কেন্দ্র বরাবর অবস্থান করবে রাত ১২টা ১৭ মিনিট ১৮ সেকেন্ডে। দীর্ঘ এবং বিরল এই সূর্যগ্রহণ শেষ হবে রাত ২টা ৫২ মিনিট ১৮ সেকেন্ডে। বিরল এই সূর্যগ্রহণ দেখার সুযোগ পাবে ইউরোপ, আমেরিকা এবং প্রশান্ত ও আটলান্টিক মহাসাগরীয় দেশগুলো।