বিশেষ ক্ষমতার বিদ্যুৎ আইনের মেয়াদ ৩ বছর বাড়াতে সংসদে বিল
বিদ্যুতের বিশেষ ক্ষমতা আইনের সময় আরও তিন বছর বাড়ানো হচ্ছে। এই আইনের মেয়াদ বাড়াতে সংসদে বুধবার বিল উত্থাপন করা হয়েছে।
কোন প্রতিযোগিতা ছাড়া বিদ্যুৎ জ্বালানির কেনাকাটাপ করার জন্য এই আইন করা হয়েছিল। দেশে বিশেষ পরিস্থিতি বা যুদ্ধকালিন সময় বিবেচনায় এই আইন করা হয়েছিল। এখন নতুন করে সময় বাড়ানো হচ্ছে।
বুধবার বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ ‘বিদ্যুৎ ও জ্বালানির দ্রুত সরবরাহ বৃদ্ধি (বিশেষ বিধান) (সংশোধন) আইন, ২০১৮’ বিল সংসদে উত্থাপন করেন। পরে বিলটি সংশ্লিষ্ট মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পরীক্ষা-নিরীক্ষার জন্য পাঠানো হয়েছে।
বিলে বলা হয়, ‘বিদ্যুৎ ও জ্বালানির দ্রুত সরবরাহ বৃদ্ধি (বিশেষ বিধান) আইন, ২০১০-এর মেয়াদ আগামী ১১ই অক্টোবর শেষ হয়ে যাবে। দেশের বিদ্যুৎ ও জ্বালানি পরিস্থিতির উল্লেখযোগ্য অগ্রগতি হযেছে।
তবে সরকারের ভিশন-২০২১ বাস্তবায়নের লক্ষ্যমাত্রা অনুযায়ী বিদ্যুৎ ও জ্বালানি খাতের উন্নয়ন অব্যাহত রাখতে এ আইনের মেয়াদ বাড়ানো আবশ্যক।