বিশ্ব রক্তদান দিবস উপলক্ষে শেভরন কর্মীদের রক্তদান

বিশ্ব রক্তদান দিবস উপলক্ষে শেভরন বাংলাদেশ রক্তদান কর্মসূচি পালন করেছে। চলতি বছর শেভরন-এর ঢাকা অফিস, বিবিয়ানা, জালালাবাদ ও মৌলভীবাজার গ্যাসফিল্ড এবং মুচাই কম্প্রেসর স্টেশনের ৪১৯ জন কর্মী রক্তদান করেছেন। ঢাকায় অনুষ্ঠিত এই কর্মসূচি উদ্বোধন করেন শেভরন বাংলাদেশ-এর প্রেসিডেন্ট কেভিন লিয়ন।
তিনি বলেন, জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রক্তদান হয়ে উঠতে পারে খুবই গুরুত্বপূর্ণ।
বিশ্ব রক্তদান দিবস উপলক্ষে শেভরন বাংলাদেশ এবং বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি একযোগে গত দশ বছরেরও বেশি সময় ধরে বার্ষিক রক্তদান কর্মসূচির আয়োজন করে আসছে। পরপর দুই বছর ধরে রেড ক্রিসেন্ট সোসাইটি শেভরন বাংলাদেশ সর্বোচ্চ স্বেচ্ছায় রক্তদাতা প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃতি পাওয়ায় আমি গর্ববোধ করছি।