বিশ্ব রক্তদান দিবস পালন করেছে শেভরন
বিশ্ব রক্তদান দিবসের সঙ্গে একাত্মতা প্রকাশ করে শেভরন বাংলাদেশ ১০ জুন রক্তদান কর্মসূচী পালন করে। ঢাকায় দিনব্যাপী এই কর্মসূচীর উদ্বোধন করেন শেভরন বাংলাদেশের প্রেসিডেন্ট জেফ স্ট্রং। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে শেভরন বাংলাদেশ।
প্রথম দিনে বিবিয়ানা গ্যাসক্ষেত্রে কর্মকর্তা-কর্মচারিরা ৩৪৯ ব্যাগ রক্ত দান করে এবং দ্বিতীয় দিনে শেভরনের ঢাকা অফিস থেকে সব মিলিয়ে ১২০ ব্যাগ রক্ত সংগ্রহ করা হয়। মোট ৪৬৯ ব্যাগ রক্ত দান করে শেভরন বাংলাদেশ। গত বছরের তুলনায় ৭৪ ভাগ বেশী।
চলতি মাসে জালালাবাদ, মৌলভীবাজার গ্যাসক্ষেত্র ও মুচাই কমপ্রেশন প্রজেক্টেও এ কর্মসুচি পালন করা হবে।
বাংলাদেশে বছরে আনুমানিক ৬ লাখ ব্যাগ রক্তের চাহিদা রয়েছে। হেমোফিলিয়া, ডেঙ্গু এক ও দুই, ব্লাড ক্যানসার, থ্যালাসেমিয়াসহ আরো অনেক রোগে আক্রান্ত ব্যক্তিদের অস্ত্রোপ্রচারে ব্লাড ট্রান্সফিউশনের প্রয়োজন হয়। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে স্বেচ্ছায় রক্তদাতাদের সংখ্যা এই চাহিদা পূরনের জন্য যথেষ্ট নয়। প্রতিবছর শেভরনের কর্মকর্তা-কর্মচারিরা দেশের জরুরি রক্ত চাহিদা পূরনে এগিয়ে আসে। এবারে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি শেভরনকে গত অর্থবছরের সর্বোচ্চ স্বেচ্ছা রক্তদানকারী সংগঠন হিসেবে স্বীকৃতি দিয়েছে।