বৃষ্টিতে কাপ্তাইয়ের বিদ্যুৎ উৎপাদন বেড়েছে

কয়েকদিনের টানা বৃষ্টিতে কাপ্তাই হ্রদে পানির স্তর বৃদ্ধি পাওয়ায় কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্রে বিদ্যুৎ উৎপাদন বেড়েছে। বর্তমানে এ কেন্দ্রে বিদ্যুৎ উৎপাদন হচ্ছে ১৩০ মেগাওয়াট, যা গত সপ্তাহে ছিল ৮৫ থেকে ৯০ মেগাওয়াট।
কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্রের একজন উর্ধ্বতন কর্মকর্তা জানান, মঙ্গলবার বিকেল ৪টা পর্যন্ত কাপ্তাই হ্রদের পানি রেকর্ড করা হয় ৮৩.৪০ এমএসএল। রুলকার্ভ অনুসারে হ্রদে পর্যাপ্ত পানি রয়েছে। তবে গত দু’দিন সকালের দিকে বৃষ্টিপাত না হওয়ায় কেন্দ্রের ৫টি ইউনিটের মধ্যে ৪টি ইউনিট চালু রাখা হয়েছে। ৩নং ইউনিটটি বন্ধ রাখা হয়েছে। ৩নং ইউনিট চালু রাখলে পানির স্তর কমে যাবে। এতে পরবর্তীতে বৃষ্টিপাত না হলে বিদ্যুৎ উৎপাদন কমে যাবে। কাপ্তাই হ্রদে পানি সর্বোচ্চ পর্যায়ে থাকলে তবেই সবগুলো ইউনিট চালু রাখা সম্ভব হবে।
চারটি ইউনিট চালু রেখে তা থেকে বর্তমানে ১৩০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। পিক আওয়ারে সর্বোচ্চ ১৩৫ মেগাওয়াট পর্যন্ত উৎপাদন করা যাচ্ছে বলে তিনি জানান।