বেড়েছে তেলের দাম: ইরানি ট্যাংকারে হামলা
সৌদি আরবের জেদ্দা সমুদ্র বন্দরের কাছে উপসাগরীয় অঞ্চলে ন্যাশনাল ইরানিয়ান অয়েল কোম্পানির (এনআইওসি) তেলের ট্যাংকারে দুইবার ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে বলে দাবি করেছে ইরানের সংবাদ সংস্থা ‘আইএসএনএ’। শুক্রবারের ওই হামলায় ট্যাংকারটিতে আগুন ধরে সেটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এরফলে আন্তর্জাতিক বাজারে তেলের দাম বেড়েছে। বিবিসি, রয়টার্স
জেদ্দা বন্দর থেকে ৯৬ কিলোমিটার দূরে সমুদ্রে থাকা ট্যাংকার ফেটে তেল ছড়িয়ে পড়েছে।
কিছুদিন ধরেই ভারত মহাসাগর এবং ভূমধ্যসাগরের মধ্যে সুয়েজ খালের মাধ্যমে সংযোগ স্থাপন করা গুরুত্বপূর্ণ সমুদ্র পথ ‘রেড সি শিপিং এরিয়ায়’ উত্তেজনা বিরাজ করছে। গত মে ও জুন মাসে উপসাগরীয় এলাকায় তেলবাহী ট্যাংকারে হামলা এবং গত মাসে সৌদি আরবের অন্যতম প্রধান তেলক্ষেত্রে হামলার পর আবারও উপসাগরীয় এলাকায় তেলের ট্যাংকারে হামলার ঘটনা ঘটলো।
সৌদি আরবের উপকূলে ইরানের তেলের ট্যাংকারে বিস্ফোরণের পর বিশ্ববাজারে তেলের দাম ফের বেড়েছে দুই শতাংশের বেশি। তেহরানের দাবি, ওই ট্যাংকারে দুটি ক্ষেপণাস্ত্র আঘাত করেছে। এই ঘটনায় গুরুত্বপূর্ণ অঞ্চলে জ্বালানি তেল সরবরাহ বিঘ্নিত হতে পারে এমন আশঙ্কায় বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে।
আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম দুই দশমিক তিন শতাংশ বেড়ে প্রতি ব্যারেল ৬০ দশমিক ৪৬ ডলারে বিক্রি হয়েছে। যুক্তরাষ্ট্রের টেক্সাসে অপরিশোধিত তেলের দাম দুই দশমিক এক শতাংশ বেড়ে ৫৪ দশমিক ৬৯ ডলারে বিক্রি হয়েছে।
এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় বাজার বিশ্লেষক স্টিফেন ইনস বলেন, বিকল্প সক্ষমতার অবস্থাও দুর্বল আর মধ্যপ্রাচ্যের প্রত্যেক তেল ক্ষেত্রের সরবরাহ শৃঙ্খল নিয়ে দৃশ্যত উদ্বেগ রয়েছে, সে কারণে ব্যবসায়ীরা সরবরাহ ঝুঁকিতে প্রতিবন্ধকতা স্থাপন করতে চাইছেন।
মধ্যপ্রাচ্যে উত্তেজনার মধ্যে ১৪ই সেপ্টেম্বর সৌদি আরবের দুই তেল স্থাপনায় হামলার ঘটনা ঘটে। ওই হামলার পর সৌদি আরবের তেল উৎপাদন অর্ধেকে নেমে আসে। ইয়েমেনের হুতি বিদ্রোহীরা হামলার দায় স্বীকার করলেও শুরু থেকেই এ ঘটনায় ইরানকে দায়ী করে আসছে সৌদি আরব। যদিও তেহরান তা অস্বীকার করে আসছে।
ইরানের তেলের ট্যাংকারে ক্ষেপণাস্ত্র হামলার ফলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে দেশটির জাতীয় তেল কোম্পানি ন্যাশনাল ইরানিয়ান অয়েল কোম্পানির ‘সাবিতি’ ও শিনোপা নামের দুই ট্যাংকারের। সাবিতি থেকে তেল চুইয়ে পড়তে শুরু করেছে লোহিত সাগরে।
ইরানের রাষ্ট্রায়ত্ত গণমাধ্যম বলছে, জেদ্দা থেকে প্রায় ৬০ মাইল দূরে অপরিশোধিত তেলের এই ট্যাংকারে স্থানীয় সময় ভোর ৫টা নাগাদ ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটে। দ্বিতীয় হামলাটি হয় তার ২০ মিনিট পর।
ইরানের সংবাদ সংস্থা ‘ইরনা’ জানিয়েছে, ১৪ই আগস্ট সাবিতি ট্যাংকারটির সঙ্গে শেষবার যোগাযোগ হয়। আর গত বৃহস্পতিবারও শিনোপার গতিবিধি সম্পর্কে জেনেছিল ইরান।