ভারী বৃষ্টিতে রাজধানীর অনেক এলাকা জলাবন্ধ

রাজধানীতে শনিবার সকাল থেকেই মুষল ধারায় বৃষ্টি হচ্ছে। এরই মধ্যে ধানমন্ডি, নিউমার্কেট, মোহাম্মদপুর, খিলগাঁও, শান্তিনগর, মালিবাগসহ পুরান ঢাকার বেশির ভাগ এলাকার রাস্তাঘাট তলিয়ে গেছে পানিতে। অনেক এলাকায় বিপণিবিতানের সামনের ফুটপাত ডুবে গেছে। পানি ঢুকেছে দোকানেও। এতে ক্রেতারা যেমন মার্কেটে আসতে পারছে না তেমনি মালামাল নিয়ে বিপাকে পড়েছেন বিক্রেতারা।
সকাল থেকে শুরু হওয়া বৃষ্টিতে অফিসগামী যাত্রীরা সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন। কিছু কিছু স্থানে হাঁটু পানি জমে যাওয়ায় ফুটপাথ দিয়ে হাটা যাচ্ছে না।
আবহাওয়া অধিদফতরের তথ্য অনুযায়ী, শনিবার সকাল ১০টা পর্যন্ত ঢাকায় ২১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। তবে আগামী দু-তিন দিনে বৃষ্টিপাতের পরিমাণ কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।
শনিবার আবহাওয়া অধিদফতরের এক বিবৃতিতে বলা হয়েছে, পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ অবস্থান করছে এর একটির বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে প্রবল রয়েছে।
সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, চট্টগ্রাম, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং ঢাকা, রাজশাহী ও রংপুর বিভাগের অনেক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণ হতে পারে। সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।