ভূটান থেকে বাংলাদেশে বিদ্যুৎ আনতে রাজনৈতিক মতৈক্য দরকার

ভূটান থেকে বাংলাদেশে বিদ্যুৎ আনতে রাজনৈতিক মতৈক্য দরকার। রাজনৈতিক সিদ্ধান্ত হলেই আঞ্চলিক জ্বালানি সহযোগিতা শুরু করা সম্ভব। এবিষয়ে ভারত, ভূটান, বাংলাদেশ তিন প্রধানমন্ত্রীই আন্তরিক। বিদ্যুৎ বিনিময়ে আগামী জানুয়ারি মাসে তিনদেশ বৈঠক করবে।
ভূটানের অর্থমন্ত্রী লয়েনপো নরব্যু ওয়াংচুক ও বাংলাদেশের বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ একথা বলেছেন।

bangladesh-bhutan
শুক্রবার ভেড়ামারায় বাংলাদেশ-ভারত ৪০০ কেভি উচ্চক্ষমতার বিদ্যুৎ উপকেন্দ্র পরিদর্শনকালে তারা একথা বলেন।
ভূটানের অর্থমন্ত্রী বলেন, ভূটানে জল বিদ্যুতের অনেক সম্ভাবনা আছে। এই বিদ্যুতের দাম অনেক কম এবং পরিবেশ বান্ধব। ভারতও এই বিদ্যুৎ বাংলাদেশে পরিবহনে আন্তরিক। এই তিন দেশের প্রধানমন্ত্রীও আন্তরিক।
বাংলাদেশের বিদ্যুৎ প্রতিমন্ত্রী বলেন, দ্বিপাক্ষিক সহযোগিতা আরও বাড়ানো হচ্ছে। বাংলাদেশ ভূটানে বিদ্যুৎ কেন্দ্র করতে নিজেই বিনিয়োগ করবে। অথবা সেখান থেকে আমদানি করবে। বাংলাদেশ এখন বিদেশে বিনিয়োগ করতে সক্ষম। যথেষ্ট পরিমান বৈদেশিক মুদ্রাও মজুদ আছে।

Jpeg