ভূমিকম্পের আগাম সতর্কবার্তা দিবে অ্যাপ

ভূমিকম্পের আগাম সতর্কতা দিতে স্মার্টফোনের জন্য অ্যাপ তৈরি করেছে একদল গবেষক। ভূমিকম্প আঘাত হানার ৪০ সেকেন্ড আগে অ্যাপটি সতর্ক সংকেত দেবে। সিএনএনের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।
ক্যালিফোর্নিয়ার ইউনিভার্সিটি অব বার্কলের ওই গবেষক দল দাবি করেছেন, অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে চালিত ‘মাইশেক অ্যাপ’ নামের এই অ্যাপটি কম্পন বিষয়ক তথ্য সংগ্রহ করবে। যদি সেই কম্পনের মাত্রা কোনো ভূমিকম্পের আগমনী কম্পনের সঙ্গে মিলে যায়, তাহলে অ্যাপটি সেই তথ্য বার্কলে বিশ্ববিদ্যালয়ের ভূকম্প বিষয়ক গবেষণাগারে প্রেরণ করবে। ফলে বিজ্ঞানীরা ভূমিকম্পের মোটামুটি একটা আভাস পাবেন।
গবেষকরা বলেন, অ্যাপটি অন্ততপক্ষে ১০ কিলোমিটার দূর থেকে ৫ মাত্রার ভূমিকম্প শনাক্ত করার ক্ষমতা রাখে।
গবেষক দলের প্রধান রিকার্ড অ্যালান বলেন, অ্যাপটি এরই মধ্যে বিশ্বের ছয়টি মহাদেশের মানুষ ডাউনলোড করেছে।
এ ধরনের অ্যাপ, ভূমিকম্প প্রবণ দেশগুলোতে কার্যকরী ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন গবেষকদলের সদস্যরা।