ভ্যাট: বিদ্যুতের দাম বাড়বে না, গ্রাহকের খরচ বাড়বে
বাজেটে প্রস্তাবিত ভ্যাট বাস্তবায়ন হলে বিদ্যুতের দাম বাড়বে না। তবে গ্রাহকের খরচ বাড়বে। আগের দরেই বিদ্যুতের বিল শোধ করতে হবে। কিন্তু বিলের সাথে অন্যান্য যে খরচ তা বাড়তি দিতে হবে।
এই বাড়তি অর্থ আদায় কিভাবে হবে তা নিয়ে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এবং বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবি) আলোচনা করেছে।
রোববার এক বৈঠকে বিদ্যুতের দাম বাড়বে না বলে এনবিআর বিউবিকে জানিয়েছে। কিন্তু বিদ্যুৎ গ্রাহকদের জন্য ভ্যাট আদায় হবে না তা বলেনি। ফলে খরচ বাড়ছেই।
বাজেটে গ্রাহক পর্যায়ে ১৫ শতাংশ মূল্য সংযোজন কর (মূসক-ভ্যাট) প্রস্তাব করা হয়েছে। বিদ্যুতে এই ভ্যাট এখন ৫ শতাংশ। অর্থাৎ এটা কার্যকর হলে মোট বিলের আগে যেটা ৫ শতাংশ দিতে হতো এখন তা ১৫ শতাংশ দিতে হবে।
একজন গ্রাহক একমাসে এক হাজার টাকার বিদ্যুৎ ব্যবহার করলে এতদিন ভ্যাট দিতে হতো ৫০ টাকা। এখন তা দিতে হবে ১৫০ টাকা। অর্থাৎ বিদ্যুতের বিল না বাড়লেও মাসে ১০০ টাকা খরচ বেড়ে যাচ্ছে।
আগামী পহেলা জুলাই থেকে গ্রাহক পর্যায়ে এই ভ্যাট কার্যকর করার কথা।
সূত্র জানায়, বিদ্যুতে ১৫ শতাংশ হারে ভ্যাট নির্ধারণ করা হলে সরকারের অতিরিক্ত তিন হাজার ১০০ কোটি টাকা আয় হবে।