মস্কোতে বাংলদেশ রাশিয়া যৌথসভা

মস্কোতে আগামী ১০ থেকে ১৩ নভেম্বর অনুষ্ঠিত হচ্ছে আণবিক অবকাঠামো উন্নয়ন সংক্রান্ত রুশ-বাংলাদেশ যৌথ ওয়ার্কিং গ্রুপের দ্বিতীয় সভা। এতে যোগ দিতে পাঁচ সদস্যের বাংলাদেশ প্রতিনিধিদল আজ শনিবার মস্কোর উদ্দেশে ঢাকা ত্যাগ করছেন। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব এবং যৌথ ওয়ার্কিং গ্রুপের কো-চেয়ারম্যান রবীন্দ্রনাথ রায় চৌধুরী প্রতিনিধিদলের নেতুত্ব দিচ্ছেন।
সভায় প্রতিনিধিদল বাংলাদেশে আণবিক শক্তির বর্তমান পরিস্থিতি এবং এক্ষেত্রে রাশিয়ার কাছ থেকে প্রত্যাশিত সহায়তা সংক্রান্ত একটি প্রতিবেদন পেশ করবে। অন্যদিকে রাশিয়া কয়েকটি বিষয়ের ওপর তাদের অবস্থান উপস্থাপন করবে। যার মধ্যে থাকবে মান নিশ্চয়তা, বাজেট ও মূল্য ব্যবস্থাপনা, সাধারণ চুক্তি প্রস্তুত করা এবং ‘আণবিক বিদ্যুৎ কেন্দ্র বাস্তবায়ন প্রকল্প ব্যবস্থাপনা ।
উভয় আণবিক অবকাঠামো উন্নয়নের জন্য কর্ম পরিকল্কপ্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করবে।
এছাড়াও বাংলাদেশ প্রতিনিধিদল নভোভারোনেঝ আণবিক বিদ্যুৎ প্রকল্পের নিয়ন্ত্রণ কক্ষ, টারবাইন হল, পূর্ণ মাত্রার সিমুলেটর, প্রশিক্ষণ কেন্দ্র, জরুরি অবস্থা মোকাবিলায় প্রস্তুতি কেন্দ্র এবং বিদ্যুৎ প্রকল্পের চলমান বিভিন্ন নির্মাণ কাজ পর্যবেক্ষণ করবেন।
এ বছরের জুলাই মাসে মস্কোতে অনুষ্ঠিত রুশ-বাংলাদেশ যৌথ সমন্বয় কমিটির প্রথম সভায় আণবিক অবকাঠামো নির্মাণ সংক্রান্ত যৌথ ওয়ার্কিং গ্রুপ গঠনের সিদ্ধান্ত নেয়া হয়। গ্রুপের প্রথম বৈঠক অনুষ্ঠিত হয় জেনেভায়।
একটি দ্বিপাক্ষিক সরকারি চুক্তির আওতায় রাশিয়ার রাষ্ট্রীয় আণবিক শক্তি কর্পোরেশন রোসাটম বাংলাদেশের রূপপুরে প্রতিটি এক হাজার মেগাওয়াট মতাসম্পন্ন দুটি আণবিক শক্তি ইউনিট স্থাপন করবে।  বর্তমানে প্রকল্পটির প্রাথমিক পর্যায়ের কাজ চলছে। ২০১৬ সালে দ্বিতীয় পর্বের কাজ শুরু হবে।