ঢাকার বিদ্যুৎ সঞ্চালন লাইন মাটির নিচে
রাজধানীতে থাকা বিদ্যুৎ সঞ্চালন লাইন মাটির তলদেশে নিয়ে যেতে একটি প্রকল্প প্রস্তাবে অনুমোদন দিয়েছে একনেক।
মঙ্গলবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় এই অনুমোদন দেওয়া হয়।
বৈঠক শেষে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল জানান, ‘ডেসকো এলাকায় বিদ্যমান ৩৩ কেভি ওভারহেড লাইনকে আন্ডারগ্রাউন্ড কেবলে রূপান্তর, ক্ষমতা বর্ধন এবং স্থাপন’ শীর্ষক এই প্রকল্পে ব্যয় ধরা হয়েছে প্রায় ৫৬৯ কোটি টাকা।
এরমধ্যে সরকারি তহবিল থেকে ১১০ কোটি ৩২ লাখ টাকা আর চীনের নেতৃত্বে গঠিত এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংক (এআইআইবি) থেকে প্রকল্প সাহায্য হিসেবে পাওয়া যাবে ৩৫৮ কোটি ৫৫ লাখ টাকা।
বাকি ৯৯ কোটি ৯২ লাখ টাকা ডেসকো তাদের নিজস্ব তহবিল থেকে যোগান দেবে।
প্রকল্পে অনুমোদন দেওয়ার আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাটির নিচ দিয়ে বিদ্যুৎ সঞ্চালন লাইন কত গভীরে এবং কোন এলাকা দিয়ে যাবে তার মানচিত্র প্রণয়ন ও সংরক্ষণের নির্দেশ দিয়েছেন বলেও জানান পরিকল্পনামন্ত্রী।
মন্ত্রী বলেন, রাজধানীতে বিদ্যমান ওভারহেড বিদ্যুৎ সঞ্চালন লাইন আন্ডার গ্রাউন্ডে নিতে পারলে বিদ্যুৎ ব্যবস্থাপনার দক্ষতায় নতুন মাত্রা পাবে।
ঢাকা শহরের বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা আধুনিকায়ন ও সরবরাহ লাইনে ক্ষমতা বর্ধনের মাধ্যমে বিতরণ ব্যবস্থার স্থায়িত্ব ও নির্ভরযোগ্যতা বৃদ্ধি করা এবং নিরবচ্ছিন্ন বিদ্যুৎ বিতরণে প্রকল্পটি বাস্তবায়ন করা হবে বলে জানান তিনি।
ঢাকা ইলেক্ট্রিক সাপ্লাই কোম্পানির (ডেসকো) আওতায় ঢাকা ও গাজীপুর জেলার বেশ কিছু এলাকা যেমন- মিরপুর, উত্তরা, দক্ষিণখান, দিগুন ও টঙ্গী এলাকার বিদ্যুৎ ব্যবস্থা আধুনিকায়নে এই উন্নয়ন কাজ হবে।
মুস্তফা কামাল জানান, একনেক সভায় মোট ছয়টি উন্নয়ন প্রকল্পে অনুমোদন দেওয়া হয়। এসব প্রকল্পের মোট ব্যয় ধরা হয়েছে ৬ হাজার ৯৫০ কোটি ২৩ লাখ টাকা।
এরমধ্যে সরকারের নিজস্ব তহবিল থেকে ৪ হাজার ১শত ৪৬ কোটি ৯৪ লাখ টাকা, সংস্থার নিজস্ব তহবিল ১৪১ কোটি ৫৯ লাখ টাকা এবং প্রকল্প সাহায্য থেকে ২ হাজার ৬৬১ কোটি ৭০ লাখ টাকা যোগান দেওয়া হবে।