মাতারবাড়ি বিদ্যুৎ ও পায়রা বন্দর এখন অগ্রাধিকার প্রকল্পে
মাতারবাড়ি কয়লা বিদ্যুৎ কেন্দ্র এবং পায়রা সমুদ্র বন্দর সরকারের অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত বাস্তবায়নাধীন প্রকল্পে যোগ হয়েছে। এরআগে অগ্রাধিকারে ছয়টি প্রকল্প ছিল।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে বুধবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত ফাস্ট ট্রাক পর্যালোচনা কমিটির তৃতীয় বৈঠকে দুটি নতুন প্রকল্প অন্তর্ভুক্ত করা হয়।
প্রধানমন্ত্রীর প্রেস সেক্রেটারি এ কে এম শামীম চৌধুরী বৈঠক শেষে সাংবাদিকদের বলেন, বৈঠকে ইতোপূর্বে নেয়া ৬টি প্রকল্পের অগ্রগতি এবং মাতারবাড়ি বিদ্যুৎ প্রকল্প নিয়ে আলোচনা করা হয়।
বৈঠকে প্রধানমন্ত্রী স্ব-স্ব দায়িত্ব যথাযথ পালনের মাধ্যমে নির্ধারিত সময়ে প্রকল্প কাজ শেষ করতে সংশ্লিষ্ট সকলকে নির্দেশ দেন।
বৈঠকে জানানো হয়, বহুল আলোচিত পদ্মা সেতুর নির্মাণ কাজ ২০১৮ সালের ৭ ডিসেম্বর শেষ হবে।
বৈঠকে জানানো হয়, জাজিরা ও মাওয়া পাশে পদ্মা সেতুর সংযোগ সড়কের নির্মাণ কাজ, সার্ভিস এরিয়া-২, রিভার ট্রেনিং ওয়ার্ক, রিভার ব্যাংক প্রটেকশন ওয়ার্ক, ভূমি অধিগ্রহণ এবং ক্ষতিগ্রস্তদের মধ্যে প্লট হস্তান্তর কাজ চলছে। পাশাপাশি দুটি স্থানে মূল সেতুর ভৌগলিক পর্যবেক্ষণ শুরু হয়েছে।
জাজিরা পাশে সংযোগ সড়কের ৩০ শতাংশ কাজ, মাওয়া পাশে সংযোগ সড়কের ২০ শতাংশ কাজ, সার্ভিস এরিয়া-২ এর ১৫ শতাংশ কাজ, মূল সেতুর ১দশমিক ৫ শতাংশ কাজ, ভূমি অধিগ্রহণের ৯৯ শতাংশ কাজ এবং পুনর্বাসন কর্মসূচির ৬৫ শতাংশ কাজ শেষ হয়েছে। পাশাপাশি মূল সেতুর তদারকি এবং রিভার ট্রেনিং কাজ চলছে।
বৈঠকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রর অগ্রগতি সম্পর্কে জানানো হয়, বাংলাদেশ এটোমিক এনার্জি কমিশন এবং রুশ ফেডারেশনের মধ্যে স্বাক্ষরিত প্রথম চুক্তির অধিনে পাঁচটির মধ্যে তিনটি কাজ শেষ হয়েছে। দ্বিতীয় চুক্তির অধীন ৫ শতাংশ কাজ হয়েছে। তৃতীয় চুক্তির অধিনের কাজ শুরু হয়েছে।
বাংলাদেশ আণবিক শক্তি কমিশনের নিয়োগকৃত কনসালটিং ফার্মের মাধ্যমে একটি কোম্পানি গঠনের পৃথক আইনের খসড়া প্রস্তুত করা হয়েছে। এটি শিগগির মন্ত্রিসভায় পেশ করা হবে।
বাংলাদেশ আণবিক শক্তি কমিশন এবং রুশ ফেডারেশনের মধ্যে চতুর্থ চুক্তি শিগগির স্বাক্ষর হবে।
পরিবেশ ও বন মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু,পরিকল্পনা মন্ত্রী এএইচএম মোস্তফা কামাল,সেতু ও পরিবহন বিয়ষক মন্ত্রী ওবায়দুল কাদের, নৌপরিরবহন মন্ত্রী শাজাহান খান, ভূমিমন্ত্রী শাামসুর রহমার ডিলু, প্রধানমন্ত্রীর খনিজসম্পদ বিষয়ক উপদেষ্টা ড. তৌফিক-ই-ইলাাহী চৌধুরী বীরবিক্রম,বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ এবং বিজ্ঞান ও প্রযুক্তি প্রতিমন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা সভায় উপস্থিত ছিলেন।
ঢাকা মাস র্যাপিড ট্রানজিট প্রকল্পের অগ্রগতি পর্যালোচনার সময় বৈঠকে জানানো হয়, এমআরটি লাইন-৬ নির্মাণে প্রয়োজনীয় ভূমি অধিগ্রহণ করা হয়েছে। এ কাজের জন্য ২০১৪ সালের ১১ জুন থেকে ভৌগলিক ও কারিগরি জরিপ শুরু হয়েছে। গতমাসে মূল নকশার কাজ শেষ হয়েছে। বিস্তারিত নকশার কাজ চলতি বছরের জুলাইয়ে শেষ হবে।
কক্সবাজারের সোনাদিয়া দ্বীপে গভীর সমুদ্রবন্দর নির্মাণ বিষয়ে বৈঠকে বলা হয়, সমুদ্রবন্দর নির্মাণে জাপানের প্যাসিফিক কনসালট্যান্টস ইন্টারন্যাশনাল টেকনো-ইকোনমিক সমীক্ষা শেষ করেছে।
প্রাথমিকভাবে পিপিপি ভিত্তিতে প্রকল্প বাস্তবায়নের বিষয়টি ভাবা হচ্ছে, এ ক্ষেত্রে কোন বিনিয়োগকারী আগ্রহী না হলে অন্য কোন দেশের সরকারের সাথে সরকারিভাবে প্রকল্প বাস্তবায়ন করা হবে।
এ পর্যন্ত তিনটি দেশ তাদের প্রস্তাবনা উপস্থাপন করেছে এবং আরও একটি দেশ প্রস্তাবনা উপস্থাপনের আগ্রহ দেখিয়েছে। প্রস্তাবগুলো যাচাই-বাছাইয়ের জন্য মুখ্য সচিবের নেতৃত্বে ১০ সদস্যের কমিটি গঠন করা হবে। পাশাপাশি সোনাদিয়া গভীর সমুদ্রবন্দর বিষয়ে একটি খসড়া আইন করা হবে।
রামপাল বিদ্যুৎ কেন্দ্র বিষয়ে জানানো হয়, প্রকল্প এলাকায় মাটি ভরাট, সীমানা প্রাচীর কাজ চলছে এবং মূল বিদ্যুৎ কেন্দ্রের বেষ্টনীর কাজ শেষ হয়েছে। ভৌগলিক ও কারিগরি জরিপের কাজ শেষ হয়েছে। আর্থিক উপদেষ্টা, এইচআর কনসালট্যান্ট ও বিদ্যুৎ লাইনের জন্য দরপত্র তৈরির কাজ চলছে। পশুর নদীর খননের জন্য পরিকল্পনা নৌ-মন্ত্রণালয়ে দাখিল করা হয়েছে।
৪৬০ কোটি মার্কিন ডলারে কক্সবাজারের মহেশখালীতে মাতারবাড়ি কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র প্রসঙ্গে বৈঠকে বলা হয়, এই প্রকল্পে কয়লাভিত্তিক ৬০০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করা হবে। প্রকল্পের আওতায় চ্যানেল ও জেটি, লিংক রোড, গ্রামীণ বিদ্যুতায়ন ও উপশহর উন্নয়ন এবং দক্ষ শ্রমিক তৈরি করা হবে।
প্রকল্পের জন্য ১৫শ’ একর ভূমি অধিগ্রহণ করা হয়েছে। পরামর্শক নিয়োগ দেয়া হচ্ছে। এখানে পর্যায়ক্রমে বিদ্যুৎ কেন্দ্রের ক্ষমতা ১০ হাজার মেগাওয়াটে উন্নীত হবে। দোহাজারি কক্সবাজার-গুনধুম রেল লাইন মাতারবাড়ি থেকে পেকুয়া পয়েন্ট পর্যন্ত সম্প্রসারিত হবে।