মাতারবাড়ি বিদ্যুৎকেন্দ্রের জমি অধিগ্রহণ শেষ
মাতারবাড়ি এক হাজার ২০০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের জন্য জমি অধিগ্রহণের কাজ শেষ হয়েছে। এ প্রকল্পের জন্য মোট এক হাজার ৪১৫ একর জমি অধিগ্রহণ করা হয়েছে।
জাইকার অর্থায়নে নির্মিতব্য বিদ্যুৎকেন্দ্রটি ২০২২ সালে উৎপাদনে আসার কথা থাকলেও বিদ্যুৎ বিভাগ সূত্র জানিয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ সময়ের আরো আগে কেন্দ্রটি চালুর জন্য নির্দেশনা দিয়েছেন। এ অবস্থায় বিদ্যুৎ বিভাগ চাইছে ২০২০ সালের মধ্যে কেন্দ্রটি চালু করতে। কেন্দ্রটি চালুর সময় এগিয়ে আনার জন্য জাইকার সাথে সরকার ইতোমধ্যে আলোচনাও শুরু করেছে বলে জানা গেছে।
কোল পাওয়ার জেনারেশন কোম্পানী বাংলাদেশ লিমিটেড (সিপিজিসিবিএল) এর ব্যবস্থাপনা পরিচালক আবুল কাসেম জানান, নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্পটি চালু করতে কাজ করা হচ্ছে। মাষ্টারপ্ল্যান অনুযায়ী এ পর্যন্ত প্রায় দেড় হাজার একর জমি অধিগ্রহণ করা হয়েছে। প্রকল্পের কাজ সিডিউল অনুযায়ী এগিয়ে চলছে।