মানসম্পন্ন বিদ্যুৎ ও জ্বালানি নিশ্চিত করাই চ্যালেঞ্জ

বিদ্যুৎ জ্বালানির চলমান ও পরিকল্পনার প্রকল্পগুলোর জন্য ৪০ বিলিয়ন ডলার প্রয়োজন হবে।
মঙ্গলবার বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ একথা বলেন। নতুন বছরের শুরুতে এবং নির্বাচনের পরে সচিবালয়ে তিনি একথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, নতুন সরকারের কাছে বিদ্যুৎ জ্বালানিতে বিনিয়োগ সংগ্রহ করাই হবে চ্যালেঞ্জ।
এখন ৯৪ ভাগ মানুষ বিদ্যুৎ পাচ্ছে।
গ্রীস্মকালে ভারত থেকে আরো বিদ্যুৎ আমদানী ও শীতকালের উদ্বৃত্ত বিদ্যুৎ রপ্তানীর পরিকল্পনা করছে সরকার।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর সচিবালয়ে বিদ্যুৎ প্রতিমন্ত্রী জানান, ঘরে ঘরে বিদ্যুৎ পৌছে দেয়ার কাজ প্রায় শেষ পর্য়ায়ে। এখন মানসম্পন্ন বিদ্যুৎ ও জ্বালানি নিশ্চিত করাকে চ্যালেঞ্জ হিসাবে নেবে সরকার। তিনি জানান, আগামী ৫ বছরে বিদ্যুৎ ও জ্বালানি খাতের উন্নয়নে ৫ বিলিয়ন ডলার প্রয়োজন হবে ।