মিরাজের দাদা বাড়িতে বিদ্যুৎ সংযোগ
ক্রিকেটার মেহেদী হাসান মিরাজের জন্মস্থান বরিশালের বাকেরগঞ্জ উপজেলার রঙ্গশ্রী ইউনিয়নের আউলিয়াপুর গ্রামে দাদা বাড়িতে। এবার সেখানে বিদ্যুৎ সংযোগ দিয়েছে আরইবি। শনিবার ওই বাড়িতে বিদ্যুৎ সংযোগ দেয়া হয়।
দাদা দেনছের আলী হাওলাদার বেঁচে না থাকলেও ওই বাড়িতে বসবাস করেন মিরাজের দাদি জবেদা বিবি ও চাচা জাকির হোসেন তালুকদারের পরিবার।
আরইবি জানায়, বিদ্যুৎ সংযোগ না থাকায় দেশের হয়ে নাতির কৃতিত্ব টেলিভিশনে দেখতে পারেননি মিরাজের দাদি জবেদা বিবি। এ নিয়ে বরিশালের স্থানীয় একটি দৈনিক পত্রিকা সংবাদ প্রকাশ করলে বিষয়টি কর্তৃপক্ষের দৃষ্টিগোচর হয়।এরপর বিদ্যুৎ মন্ত্রণালয়ের নির্দেশে জরুরি ভিত্তিতে মিরাজের দাদা বাড়িতে বিদ্যুৎ সংযোগ দেয়া হয়েছে। সংযোগটি মিরাজের নামে দেয়া হলেও এর বিল পরিশোধ করবেন তার চাচা জাকির হোসেন তালুকদার।
দ্রুত সময়ের মধ্যে বিদ্যুৎ সংযোগ দেওয়ায় সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন মিরাজের বাবা জালাল হোসেন তালুকদার। তিনি বর্তমানে ওই বাড়িতেই অবস্থান করছেন।