মেলায় বেসরকারি বিদ্যুৎ কোম্পানির সংগঠন বিপপা
বেসরকারি বিদ্যুৎ উৎপাদনকারী কোম্পানিগুলোর সংগঠন বাংলাদেশ ইনডিপেনডেন্ট পাওয়ার প্রোডিউসারস্ এসোসিয়েশন (বিআইপিপিএ) তাদের কার্যক্রম তুলে ধরেছে বিদ্যুৎ জ্বালানি মেলায়।
সম্প্রিত বাণিজ্য মন্ত্রনালয় অধ্যাদেশ জারি করেছে । অধ্যাদেশে বলা হয়েছে, বেসরকারিভাবে বিদ্যুৎ উৎপাদন করলে এই এসোসিয়েশনের সদস্য হতে হবে। জাতীয় গি্রেড বিদ্যুৎ দেয়ার দিন থেকেই সদস্য হতে হবে।
এসোসিয়েশনের সেক্ট্রেটারি জেনারেল আব্দুল হালিম এনার্জি বাংলাকে বলেন, বেসরকারিখাতের বিদ্যুৎ উৎপাদনকারী উদ্যেক্তােদর স্বার্থ সংরক্ষণ করা এই্ এসোসিয়েশনের কাজ। একই সাথে সরকারকে সহায়তা করে থাকে। বিদ্যুৎ কেন্দ্র পরিচালন বিষয়ে এক জায়গা থেকে আলাপ আলোচনা করার জন্য এই এসোসিয়েশনের জন্ম হয় ২০১৫ সালের ১লা জুন।
বর্তমানে ৪৪টি বিদ্যুৎ উৎপাদনকারী কোম্পানি এই এসোিসয়েশনের সদস্য। এই সদস্য কোম্পানিগুলো দেশের মোট বিদ্যুতের ৪৮ শতাংশ উৎপাদন করে্। দেশের মোট উৎপাদিত বিদ্যুতের ৩৬ শতাংশ এখন উৎপাদন করছে বেসরকারিখাত।