মৎস্য ও পশু শিল্পের বিদ্যুৎ বিলে ২০ শতাংশ ছাড়
নিজস্ব প্রতিবেদক, ঢাকা (সোমবার, ২৬শে জানুয়ারি ২০২৬):
প্রান্তিক পর্যায়ের মৎস্য খামার ও হ্যাচারি এবং গবাদিপশু ও পোল্ট্রি খামারীদের বিদ্যুৎ বিলে ২০ শতাংশ রিবেট বা ছাড় দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। এজন্য অর্থ মন্ত্রণালয় থেকে একশত কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।
এতে উৎপাদন খরচ কমবে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার।
কৃষিতে বিদ্যুতের দাম কম সাথে আছে ছাড়। মৎস্য কৃষির উপখাত হলেও এই খাতে উচ্চ মূল্যে বাণিজ্যিক হারে বিদ্যুৎ বিল দিতে হয়। কৃষিতে প্রতি ইউনিট গড়ে বিদ্যুতের দাম ৬ টাকা ১০ পয়সা। সাথে ২০ শতাংশ ছাড়। কিন্তু মৎস্য খাতে তা ১৩ টাকা এক পয়সা।
এখন থেকে পশু ও পোল্ট্রি খাদ্য প্রস্তুতকারী শিল্প, মাছের খাদ্য উৎপাদন, পোল্ট্রি শিল্প এবং দুগ্ধ প্রক্রিয়াকরণ শিল্প যেমন, দুধ পাস্তুরিত করা, গুঁড়ো দুধ, আইসক্রিম, কনডেন্সড মিল্ক, মিষ্টান্ন, পনির, ঘি, মাখন, চকোলেট, দই ইত্যাদি শিল্পেও ২০ শতাংশ ছাড় পাবে। অর্থাৎ প্রতি ইউনিটে প্রায় দুই টাকা ৬০ পয়সা ভর্তুকি পাবে।
মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেন, এতে উৎপাদন খরচ কমবে। কৃষির সাথে যে বৈষম্য ছিল তা দূর হবে। মৎস্য কৃষির উপখাত কিন্তু এই সুবিধা পায় না।
বিদ্যুৎ বিভাগকে এই অর্থ সরাসরি অর্থ বিভাগ দিয়ে দেবে বলেও জানান তিনি।
বর্তমানে ১৬টি খাতে ২০ শতাংশ বিদ্যুৎ রিবেট দেওয়া হচ্ছে।