রাঙামাটিতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, ৩০ ঘর পুড়েছে

রাঙামাটি শহরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে অন্তত ৩০টি ঘর পুড়ে ছাই হয়ে গেছে।
বুধবার বিকেল সোয়া ৪টার দিকে শহরের টিটিসি রোডের এক বাসায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
খবর পেয়ে রাঙামাটি ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে সন্ধ্যা ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে অন্তত ৩০টি পরিবারের ক্ষতি হয়েছে বলে ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে। এতে দুই কোটি টাকার বেশি ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্থরা জানান।