রাতারগুল রক্ষায় গণ-ইমেইল শুরু
বাংলাদেশের একমাত্র মিঠাপানির জলারবন রাতারগুল রক্ষায় সপ্তাহব্যাপী গণ-ইমেইল পাঠানো কর্মসূচি শুরু হয়েছে।
মঙ্গলবার বিকেল ৪টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
‘বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা)’, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ‘গ্রিন এক্সপ্লোর সোসাইটি’, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ‘প্রাধিকার’ ও ‘ভূমিসন্তান বাংলাদেশ’ এ কর্মসূচির উদ্যোগ নেয়।
উদ্বোধনকালে বক্তারা বলেন, রাতারগুল নিয়ে বন বিভাগের কর্মকাণ্ডে সিলেটসহ সারাদেশের সর্বস্তরের মানুষ উদ্বিগ্ন। পরিবেশ সংগঠনগুলো দীর্ঘদিন থেকে আন্দোলন করে আসছে। কিন্তু বনবিভাগ রাতারগুল ধ্বংসের সব আয়োজন চালিয়ে যাচ্ছে। এ নিয়ে কর্তৃপক্ষের অবস্থান পরিবর্তন না হলে আমরাও আঙুল বাঁকা করতে বাধ্য হবো।
এসময় বক্তব্য রাখেন বাপা সিলেটের সাধারণ সম্পাদক আব্দুল করিম কীম, ভূমিসন্তান বাংলাদেশ’র সমন্বয়ক আশরাফুল কবীর, গ্রিন এক্সপ্লোর সোসাইটির সহ-সভাপতি আশিকুর রহমান।