রাত আটটায় দোকান বন্ধ
রাজধানীর বিপনীবিতানগুলো যাতে নির্ধারিত সময়ে অর্থাৎ রাত ৮টায় বন্ধ করা হয় সে বিষয়ে দোকান মালিক সমিতির সহযোগিতা চেয়েছে বিদ্যুৎ বিভাগ।
গতকাল বিদ্যুৎ ভবনের দোকান মালিক সমিতির প্রতিনিধিদের সঙ্গে বিদ্যুৎ বিভাগের কর্মকর্তাদের এক সভায় এ সহযোগিতা চাওয়া হয়।বিদ্যুৎ সচিব মনোয়ার ইসলামসহ উর্ধ্বতন কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন।
বিদ্যুৎ বিভাগের পক্ষ থেকে দোকান মালিক সমিতিকে জানানো হয়, বর্তমানে রাজধানীর বেশিরভাগ দোকানই রাত ৮টায় বন্ধ করা হয় না।বিদ্যুৎ সাশ্রয়ের জন্য এ নির্দেশনা জারি করা হলেও এখন এই সিদ্ধান্ত সব দোকান মালিক মানছেন না।এ বিষয়ে সবার সহযোগিতা চাওয়া হয়।অন্যদিকে দোকান মালিক সমিতির পক্ষ থেকে বলা হয়, বর্তমান সরকার বিদ্যুৎ উত্পাদন বৃদ্ধি করেছে।সে হিসেবে বিদ্যুতের চাহিদা অনুযায়ি সরবরাহে কোনো সমস্যা নেই।এই অবস্থায় রমজানের সময় অথবা যেকোনো উত্সবের সময় রাত ৮টায় দোকান বন্ধের নির্দেশনা শিথিল করার হলে ব্যবসায়ীদের সুবিধা হয়।