রামপাল বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ বাতিল করতে হবে: বদরুদ্দিন উমর
জাতীয় মুক্তি কাউন্সিল সভাপতি বদরুদ্দীন উমর ও সম্পাদক ফয়জুল হাকিম বলেছেন, রামপালে কয়লা তাপ বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের গণবিরোধী, জাতীয় স্বার্থবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে।
বৃহস্পতিবার এক যৌথ বিবৃতিতে নেতৃদ্বয় এ কথা বলেন।
নেতারা বলেন, হাসিনা সরকার বিদ্যুৎ সংকট নিরসনের কথা বলে ইতোমধ্যে বিদ্যুৎখাতে রেন্টাল-কুইক রেন্টাল বিদ্যুৎ কেন্দ্রের দুর্নীতির বিস্তার ঘটিয়েছে। এখন উন্নয়নের কথা বলে প্রাকৃতিক সম্পদ সুন্দরবন, কৃষি জমি ধ্বংস করে স্পেশাল ইকোনমিক জোন, কয়লা তাপ বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের নামে দেশকে সাম্রাজ্যবাদী পুঁজির অবাধ লুণ্ঠনের সুযোগ করে দিয়েছে।
জাতীয় মুক্তি কাউন্সিল সুন্দরবনের জীববৈচিত্র্য, প্রকৃতি-নদী ধ্বংসকারী কয়লা তাপ বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের বিরুদ্ধে তেল-গ্যাস বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটির জনযাত্রা কর্মসূচির প্রতি সমর্থন জানান ও ৭ দফা দাবি মেনে নেয়ার দাবি জানান।