রামপালে বিদ্যুৎকেন্দ্র স্থাপনে ভূমি উন্নয়ন কাজ অনুমোদন

রামপালে বিদ্যুৎকেন্দ্র স্থাপনে ৯১৮ দশমিক ৫ একর জমিতে ‘মংলা-ঘষিয়ালি চ্যানেলের ড্রেজিং করা মাটি/বালি দিয়ে ভূমি উন্নয়ন কাজ সম্পাদনের কাজ অনুমোদন করেছে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।
বৃধবার সচিবালয়ে অর্থমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে এ অনুমোদন দেয়া হয়। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মো. মোস্তাফিজুর রহমান জানান, কমিটি’র বৈঠকে তিনটি প্রস্তাব নীতিগত অনুমোদন দেওয়া হয়। এগুলো হচ্ছে, পিপিপির মাধ্যমে মংলা বন্দরের দুই জেটির উন্নয়ন শীর্ষক প্রকল্পের কনসেশন এগ্রিমেন্ট অনুমোদন; রামপালে ১ হাজার ৩২০ মেগাওয়াট কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণের লক্ষ্যে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের অধিগ্রহণকৃত জায়গার ব্লক-বি অংশে ৯১৮ দশমিক ৫ একর জমিতে ‘মংলা-ঘষিয়ালি চ্যানেলের ড্রেজিংকৃত মাটি/বালি দ্বারা ভূমি উন্নয়ন কাজ সম্পাদনের অনুমোদন এবং ঢাকায় দুটি বেইজমেন্টসহ ১১তলা ভবন বিশিষ্ট ‘জাতীয় বার্ন ও প্ল্যাস্টিক সার্জারি ইনস্টিটিউট’ স্থাপনের নির্মাণ কাজটি সরাসরি ক্রয় পদ্ধতিতে বাংলাদেশ সেনাবাহিনীর মাধ্যমে সম্পন্ন করার প্রস্তাব অনুমোদন করা হয়।