রামপালের দ্বিতীয় ইউনিটের ভূমি উন্নয়ন প্রকল্প অনুমোদন

রামপাল কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিটের ভুমি উন্নযন প্রকল্পসহ মোট ৫টি প্রকল্প অনুমোদন করেছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)।

প্রধানমন্ত্রী ও একনেক চেযারপারসন শেখ হাসিনার সভাপতিত্বে মঙ্গলবার শেরেবাংলা নগরের জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি)সম্মেলন কক্ষে অনুষ্ঠিত একনেক সভায় এই প্রকল্পসহ ৫টি প্রকল্প অনুমোদন দেয়া হয়।

সভা শেষে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল সাংবাদিকদের জানান, ৬ হাজার ৫৫৩ কোটি ১ লাখ টাকা ব্যয়ের ৫টি প্রকল্প অনুমোদন দেয়া হয়েছে। অনুমোদিত ব্যয়ের জিওবি ৩ হাজার ৯৪৭ কোটি ৬৪ লাখ টাকা ও সংস্থার ১৭ কোটি ৮৫ লাখ টাকা যোগান দেয়া হবে। আর প্রকল্প সাহায্য ২ হাজার ৫৮৭ কোটি ৫২ লাখ টাকা।

জানা যায়, রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিটের ভূমি উন্নয়ন কাজের ব্যয় ৩০ কোটি টাকা কমানো হয়েছে। এখন প্রকল্পটির ব্যয় ধরা হয়েছে ৪৬২ কোটি ৫৭ লাখ টাকা।

অনুমোদিত উল্লেখযোগ্য প্রকল্প হলো: ৩ হাজার ৩১৭ কোটি ৭৭ লাখ টাকা ব্যয়ে দাশেরকান্দি পয়োশোধনাগার নির্মান, ২ হাজার ২৩৬ কোটি টাকা ব্যয়ে বেগুনবাড়ি খালসহ হাতিরঝিল এলাকার উন্নয়ন, ৫৪ কোটি ৫৫ লাখ টাকা ব্যয়ে বাংলাদেশ মিয়ানমার মৈত্রী সড়ক নির্মান।