রাসিকের তিন কোটি টাকার বিদ্যুৎ বিল পরিশোধ

দীর্ঘ দিন বকেয়া থাকার পর রংপুর সিটি করপোরেশনের (রসিক) তিন কোটি টাকার বকেয়া বিদ্যুৎ বিল পরিশোধ করা হয়েছে।

সোমবার দুপুরে রসিক মেয়রের কার্যালয়ে বিদ্যুৎ অফিসের কর্মকর্তাদের হাতে বিলের সমপরিমাণ টাকার চেক তুলে দেন মেয়র সরফুদ্দীন আহমেদ ঝন্টু।

এ  সময় উপস্থিত ছিলেন রংপুর সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন খান, রসিক সচিব ফজলুল কবীর, রংপুর বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বিক্রয় ও বিতরণ বিভাগ-১’র নির্বাহী প্রকৌশলী আব্দুল কাদের গনি, বিক্রয় ও বিতরণ বিভাগ-২’র নির্বাহী প্রকৌশলী গোলাম মর্তুজা, বিক্রয় ও বিতরণ বিভাগ-৩’র নির্বাহী প্রকৌশলী শাহাদত হোসেন, রসিকের প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা আব্দুল হাকিম মিয়া, রসিকের উপসহকারী প্রকৌশলী (বিদ্যুৎ)  রফিকুল ইসলাম প্রমুখ