রায়পুরে বিদ্যুৎ অফিসে হামলায় তদন্ত কমিটি গঠন
পল্লী বিদ্যুতের কার্যালয়ে হামলা ও গাড়ি পোড়ানোর ঘটনায় উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তিন সদস্যের এই কমিটি শনিবার ঘটনাস্থল পরিদর্শন ও গ্রাহকদের সঙ্গে কথা বলেছে। আর সহিংস আন্দোলনের এক দিন পরই রায়পুরে বিদ্যুৎ পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে।
রায়পুর পল্লী বিদ্যুতের কার্যালয়ের কর্মকর্তারা বলছেন, গত মঙ্গলবার আন্দোলন শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই তাঁরা কার্যালয়ের নিরাপত্তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে স্থানীয় প্রশাসনকে অনুরোধ করেছিলেন। কিন্তু প্রশাসন বিষয়টিকে গুরুত্ব দেয়নি। বিদ্যুৎ নিয়ে মানুষের ক্ষোভের বিষয়টিও সঠিকভাবে অনুধাবন করতে পারেনি।
তবে রায়পুর থানার পুলিশের দাবি, ঈদের ছুটির কারণে থানায় ২০ জন পুলিশ ছিল। থানার নিরাপত্তার দায়িত্বে ছিলেন দুজন কর্মকর্তাসহ আটজন। বৃহস্পতিবার রাতে বাকি পুলিশ সদস্যরা সড়কের অবরোধ সরাতে যান। এ জন্য ঘটনার সময় বিদ্যুতের কার্যালয়ে পুলিশ মোতায়েন করা সম্ভব হয়নি।
এদিকে তদন্ত কমিটির প্রধান পল্লী বিদ্যুতায়ন বোর্ডের পরিচালক শাহনেওয়াজ খানসহ কমিটির অন্য দুই সদস্য পল্লী বিদ্যুতায়ন বোর্ডের উপপরিচালক মতিউর রহমান ও নোয়াখালী পিডিবির নির্বাহী প্রকৌশলী জসিম উদ্দিন গতকাল ঘটনাস্থল পরিদর্শন করেন।
বিদ্যুতের দাবিতে সহিংস আন্দোলনের এক দিন পরই রায়পুরে বিদ্যুৎ পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। গতকাল সকাল ছয়টা থেকে রাত নয়টা পর্যন্ত ১৫ ঘণ্টার মধ্যে ১০ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ করা হয়েছে। পল্লী বিদ্যুৎ সমিতি কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে।