রায়পুরে লোডশেডিংয়ের প্রতিবাদে সড়ক অবরোধ

লক্ষ্মীপুরের রায়পুরে লোডশেডিংয়ের প্রতিবাদে সড়ক অবরোধ করেছে বিক্ষুব্ধ জনতা।বুধবার রাত সাড়ে ১২টার দিকে রায়পুর-হায়দরগঞ্জ সড়কের উপজেলা পরিষদের সামনে সড়ক অবরোধ করে তারা।
এদিকে, জনতার হামলার আশংকায় রায়পুরের বিদ্যুৎ অফিস ঘিরে রেখেছে পুলিশ।স্থানীয়রা জানায়, গত কয়েক সপ্তাহ থেকে রায়পুরে ভয়াবহ লোডশেডিং চলছে। ৩ থেকে সাড়ে ৩ ঘণ্টার লোডশেডিং শেষে মাত্র ৫ থেকে ১০ মিনিটের জন্য বিদ্যুৎ দেওয়া হয়। এতে নানা ধরনের ক্ষতির শিকার হচ্ছেন সাধারণ মানুষ। এতে ত্যক্ত-বিরক্ত হয়ে বিদ্যুতের দাবিতে রাতে সড়ক ‍অবরোধ করা হয়।