রিফাইনারির জ্বালানি তেলের দাম কমলো
স্থানীয় রিফাইনারি থেকে কেনা জ্বালানি তেলের দাম কমানো হয়েছে। এতে সাধারণ ভোক্তাদের কোন প্রভাব পড়বে না। এবিষয়ে রোববার জ্বালানি বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এ সিদ্ধান্ত ১ নভেম্বর থেকে কার্যকর হবে।
প্রজ্ঞাপন অনুযায়ি রিফাইনারি থেকে যে তেল বিপিসি কেনে তার দাম প্রতি লিটার ডিজেলে নির্ধারণ করা হয়েছে ৫৫ টাকা ৯৪ পয়সা; যা আগের চেয়ে ৮ দশমিক ১৪ শতাংশ কম। কেরোসিনের দাম ৯ দশমিক ২৩ শতাংশ কমিয়ে ৫৫ টাকা ৯২ পয়সা নির্ধারণ করা হয়েছে। পেট্রোলের দাম কমেছে ২৯ টাকা ২৮ পয়সা বা ৩৪ দশমিক ২১ শতাংশ। নতুন দাম হয়েছে ৫৬ টাকা ২৯ পয়সা। অকটেনের দাম লিটারে ২৯ টাকা ৯৮ পয়সা বা ৩৩ দশমিক ৯৭ শতাংশ কমে ৫৮ টাকা ২৭ পয়সা হয়েছে।
উল্লেখ, দেশে মোট ১১টি রিফাইনারি রয়েছে। স্থানীয় গ্যাস ক্ষেত্রগুলো থেকে পাওয়া কনডেনসেট পরিশোধন করে বিভিন্ন ক্যাটাগরির জ্বালানি তেল উৎপাদন করে। অন্যদিকে পেট্রোম্যাক্সসহ কয়েকটি রিফাইনারি আমদানি করা কনডেনসেট দিয়ে তেল উৎপাদন করে।