রূপপুর প্রকল্প পরিদর্শনে রাশিয়ার প্রতিনিধিদল

পাবনার রূপপুর প‍ারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্প এলাকা পরিদর্শন করলেন রাশিয়ার উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল। রাশিয়ান ফেডারেশনের জেএসসি অ্যাটমস্টয়ের প্রেসিডেন্ট ভিআই লিমা রেনকো এই প্রতিনিধি দলের নেতৃত্ব দেন।
সোমবার প্রতিনিধি দল রূপপুর বিদ্যুৎ কেন্দ্র এলাকা পরিদর্শন করেন। এসময় তিনি বলেন, রূপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করতে পর্যায়ক্রমে স্থানীয় জনগণকে এরমধ্যে সম্পৃক্ত করা হবে।
এ সময় প্রতিনিধিদলটি রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প বাস্তবায়নের লক্ষে প্রাথমিক পর্যায়ের কাজের অগ্রগতি পর্যবেক্ষণ করে সন্তোষ প্রকাশ করেন। প্রকল্প এলাকা পরিদর্শন করে স্থানীয় প্রশাসন ও প্রকল্প বাস্তবায়নের সঙ্গে সংশ্লিষ্টদের সঙ্গে এক মতবিনিময় সভায় অংশ নেন প্রতিনিধিদল।
এ সময় বাংলাদেশে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত নিকোলাই আলেকজান্ডার সার্গেই বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব রবীন্দ্রনাথ রায় চৌধুরী, অ্যাটোমিক এনার্জি কমিশনের চেয়ারম্যান ড. মুশফিকুর রহমান, রূপপুর পারমাণবিক প্রকল্পের প্রকল্প পরিচালক ড. শওকত আকবর, ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সানোয়ার হোসেনসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।