রোসাটমের আণবিক বিদ্যুৎ কেন্দ্র অনুমোদন দিয়েছে ফিনল্যান্ড

রুশ সহযোগিতায় ফিনল্যান্ডের ফেনোভইমা পাওয়ার কনসোটিয়াম কর্তৃক প্রস্তাবিত হানহিকিভি-১ আণবিক বিদ্যুৎ কেন্দ্রটি ফিনল্যান্ড পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠ ভোটে অনুমোদন লাভ করেছে। ফোনোভইমা কর্তৃক প্রস্তাবিত নীতিগত সিদ্ধান্তের সাপ্লিমেন্টের ওপর এ ভোট গ্রহণ করা হয়। ইতোপূর্বে ২০১০ সালে পার্লামেন্ট প্রকল্পটিকে প্রথম অনুমোদন করে।
ফিনল্যান্ড সরকারের নিয়মানুযায়ী ফেনোভইমাকে নির্মাণ লাইসেন্সের জন্য জুন ২০১৫ এর মধ্যে আবেদন করতে হবে। ফেনোভইমা যৌথভাবে রুশ রাষ্ট্রীয় কর্পোরেশন রসএটমের অঙ্গ প্রতিষ্ঠান রুশএটম ওভারসিজের সঙ্গে প্রকল্পের নকশা প্রণয়ন ও নির্মাণ লাইসেন্সের জন্য প্রয়োজনীয় কাজ করছে। ফেনোভইমার প্রধান নির্বাহী কর্মকর্তা টনি হেমিনকি জানান যে, আগামী কয়েক দশক ধরে এ বিদ্যুৎ প্রকল্পটি থেকে কোন কার্বন দূষণ ছাড়াই অনুমেয় ও যুক্তিসঙ্গত মূল্যে বিদ্যুৎ পাওয়া যাবে।

রুশএটম ওভারসিজ প্রকল্পে ১,২০০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন ভিভিইআর ১,২০০ চুল্লি স্থাপন করবে। প্রকল্পটির নির্মাণ কাজ ২০১৫-এর মধ্যেই শুরু হবে এবং ২০২৪ সাল নাগাদ এটি থেকে বিদ্যুৎ সরবরাহের পরিকল্পনা রয়েছে।হানহিকিভি-১ প্রকল্পটি ফিনল্যান্ডের কর্মসংস্থান আইন ও প্রচলিত স্বীকৃত রীতি অনুসরণ করে বাস্তবায়িত হবে। প্রকল্পটির ৩৪% শেয়ার থাকবে রসএটমের। ফিনল্যান্ডে বর্তমানে চারটি আণবিক বিদ্যুৎ ইউনিট চালু রয়েছেÑ যা থেকে দেশটির মোট বিদ্যুৎ চাহিদার ৩০% মেটানো হয়। পঞ্চমটি বর্তমানে নির্মাণাধীন।