লক্ষ্মীপুরে বিদ্যুতের দাবীতে জনতা-পুলিশে সংঘর্ষ
লক্ষ্মীপুরের রামগঞ্জে লোড শেডিংয়ের প্রতিবাদে বিদ্যুৎ অফিস ঘেরাওকে কেন্দ্র করে জনতা ও পুলিশের মধ্যে সংঘর্ষে উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও সাংবাদিকসহ অন্তত ২১ জন আহত হয়েছেন।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন থেকে লোড শেডিংয়ে অতিষ্ঠ হয়ে বিদ্যুৎ গ্রাহকসহ সব শ্রেণি পেশার মানুষ উত্তেজিত হয়ে বৃহস্পতিবার সকালে বিদ্যুৎ অফিস ঘেরাও করে।
খবর পেয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে এলে জনতার সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এতে রামগঞ্জ উপজেলা চেয়ারম্যান আ ক ম রুহুল আমিন, ভাইস চেয়ারম্যান দেলোয়ার হোসেন দেওয়ান বাচ্চু ও বৈশাখী টেলিভিশনের লক্ষ্মীপুর প্রতিনিধি মাজাহারুল ইসলাম টিপুসহ ২১ জন আহত হন।আহতদের রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে।