আগুনে পুড়ে বন্ধ শিকলবাহা বিদ্যুৎকেন্দ্র
শিকলবাহা বিদ্যুৎ কেন্দ্রে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার বিকাল পৌনে ৪টার দিকে গ্যাস বিদ্যুৎ কেন্দ্রটির একটি ট্রান্সফরমারে আগুন লাগে বলে কেন্দ্রের ব্যবস্থাপক ভুবন বিজয় দত্ত জানিয়েছেন।
তিনি বলেন, একটি ট্রান্সফরমারে আগুন লেগেছে। আরও একটি ট্রান্সফরমারেও আগুন ছড়িয়ে পড়েছে। নেভাতে কাজ চলছে।
৬০ মেগাওয়াট এই তাপ বিদ্যুৎ কেন্দ্রে অগ্নিকাণ্ডের খবর পেয়ে দমকল বাহিনীর তিনটি ইউনিট ঘটনাস্থলে গেছে।
অগ্নিকাণ্ডে কারও হতাহতের খবর পাওয়া যায়নি। এতে বিদ্যুৎ সরবরাহেও কোনো ব্যাঘাত ঘটছে না বলে কর্মকর্তারা জানিয়েছেন।