শিল্পায়নে পর্যাপ্ত বিদ্যুৎ দিতে প্রস্তুত সরকার: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশের শিল্পায়নের প্রসারে ব্যবসায়ীদের চাহিদা মতো বিদ্যুৎ সংযোগ দিতে সরকার প্রস্তুত।
রোববার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে তৈরি পোশাক শিল্প মালিক ও রফতানিকারকদের সংগঠন বিজিএমইএর নবনির্বাচিত নেতৃবৃন্দের সঙ্গে এক বৈঠকে তিনি এ কথা বলেন।
তৈরি পোশাক শিল্পের প্রসার নিয়ে ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন তিনি। এ সময় শিল্পোন্নয়নে তার সরকারের বিভিন্ন কর্মকাণ্ড সম্পর্কে ব্যবসায়ীদের জানান। তিনি বলেন, পোশাক শিল্পের নানা ধরনের ঝুঁকি মোকাবেলায় সরকারের বিভিন্ন পরিকল্পনা আছে। পোশাক শিল্পকে আরও এগিয়ে নিতে সরকার যে গার্মেন্টস পল্লীর জায়গা নির্ধারণ করেছে সেখানে ব্যবসায়ীদের বিনিয়োগের আহ্বানও জানান প্রধানমন্ত্রী।