শীতলক্ষ্যা দূষণের দায়ে দেড় কোটি টাকা জরিমানা
শীতলক্ষ্যা নদী দূষণের অভিযোগে নারায়ণগঞ্জ সদর উপজেলার লামাপাড়া এলাকায় অবস্থিত রূপসী গ্রুপকে দেড় কোটি টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদফতর।
দূষণবিরোধী অভিযানের কার্যক্রমের অংশ হিসেবে মঙ্গলবার রূপসী গ্রুপের মালিককে ঢাকায় অবস্থিত পরিবেশ অধিদফতরের সদর দফতরে
তলব করে শুনানি শেষে এ জরিমানা করা হয়।
পরিবেশ অধিদফতরের পরিচালক (মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট) মোহাম্মদ আলমগীর স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘লাল শ্রেণিভুক্ত’ হওয়া সত্ত্বেও রূপসী গ্রুপ পরিবেশগত ছাড়পত্র গ্রহণ ছাড়া এবং ইটিপি চালু না করে কারখানার সৃষ্ট অপরিশোধিত তরল বর্জ্য পার্শ্ববর্তী ‘নয়ামাটি খাল’-এর মাধ্যমে শীতলক্ষ্যা নদীতে নির্গত করে নদীর পরিবেশ, প্রতিবেশ ও জলজ জীববৈচিত্র্যের ক্ষতিসাধন করছিল। এ অভিযোগে কারখানাটিকে আইন অনুযায়ী দেড় কোটি টাকা জরিমানা করা হয়েছে।