সকলকে সমন্বিতভাবে কাজ করতে হবে: তৌফিক ই ইলাহী

প্রধানমন্ত্রীর বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা ড. তৌফিক ই ইলাহী চৌধুরী বীর বিক্রম বলেছেন, বিদ্যুৎখাতের পরিধি এখন অনেক বেড়েছে। এজন্য কাজের ক্ষেত্র ভাগ হয়েছে। একে অন্যের সহযোগিতার মাধ্যমে এই খাতকে আরও এগিয়ে নেয়ে যেতে হবে।
সোমবার বিদ্যুৎ ভবনে অনুষ্ঠিত  বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের ক্রীড়া ও সংস্কৃতিক পরিষদ আয়োজিত বঙ্গবন্ধুর ৪০ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে আলোচনা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। এসময়  বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ, বিদ্যু উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান খোন্দকার মাকছুদুল হাসানসহ বিদ্যুৎ বিভাগের উর্দ্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
নসরুল হামিদ বলেন, বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের কোন কর্মকর্তা কর্মচারির ক্ষতি হয় এমন সংস্কার করা হবে না। আধুনিকায়ন করা হবে। তবে তা প্রতিষ্ঠানের বর্তমান অবস্থান সাথে সমন্বয় রেখেই।
আলোচনায় বক্তারা বলেন, বঙ্গবন্ধুর আদর্শই দেশের জন্য কাজ করার প্রেরণা যোগায়। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাঙালিদের জন্য ভালোবাসা, আত্মত্যাগ স্মরণ রেখে সোনার বাংলা গড়ার কাজে যার যার অবস্থান থেকে অবদান রাখতে হবে। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ গড়তে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। এটাই আজকের যুদ্ধ। প্রধানমন্ত্রীর রূপকল্প বাস্তবায়নে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের অনেক ভ’মিকা আছে। সকলকে নিয়ে আধুনিক বাংলাদেশ গড়তে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডকেও আধুনিক করা হবে।